![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর
ছবির এই সুবর্ণমানুষগুলোকে ৪৫টি বছর ধরে ছবিতেই দেখে গেলাম। যতবার দেখি ততবারই জানতে ইচ্ছে হয় এঁরা এখন কোথায়,কেমন আছেন? বন্দুক হাতে ঐ ঘোমটা পরা মা,তিনি কি আজও বেঁচে আছেন,আজও কি তাঁর শীতল আঁচলে ছায়া খোঁজে কেউ।
বোনের কোলের ছোট্ট শিশুটি আজ কত বড়,কি করে সে? বোনটিই বা কেমন আছে,মুক্ত স্বদেশে প্রাণভরে সে হেসেছিল কিনা। তার সামনের কিশোর,পৃথিবীর সমস্ত নীল বেদনার কাল পেড়িয়ে চিৎকার করে,মুক্তকন্ঠে গেয়েছিল কিনা "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি "।
আলপথ ধরে হেঁটে চলা তরুণ তাজা সূর্যসন্তানেরা শত্রুহনন শেষে মায়ের কোলে ফিরে এসেছিলেন কিনা। ঘর আলো করে টুকটুকে বউ,চাঁদের মত শিশু আটপৌরে জীবনে এসেছিল কিনা।
কত শত প্রশ্ন ভেসে বেড়ায় তাদের ঘিরে।
ঐ যে রাইফেল উঁচিয়ে বিজয়ানন্দ যাপন করা হিরন্ময় মানুষেররা তাঁদেরই স্বাধীন করে দেয়া দেশে অভাবে,অসম্মানে কখনো কেঁদেছিলেন কিনা কিচ্ছু জানি না।
বিস্ময় লাগে ছবির এই মানুষদের স্বাধীন দেশে কেউ আর খুঁজলো না,জানালোই না,কি নাম তাঁদের,বাড়িই বা কোথায়!
©somewhere in net ltd.