![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকালে জানালার পাশে বসে , বাহিরে শিয়াল কুকুর বৃষ্টি দেখছি । ছোট বেলাই রোদ আর বৃষ্টি যখন একসাথে আসত ,হাফপ্যান্ট পড়ে পাড়ার ছেলেদের সাথে খেলার সময় ছড়া বলতাম ,
"রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে,
শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে "
http://www.campus2career24.com/archives/2815
রোদ,বৃষ্টি ব্যাপারটা আমার কাছে অদ্ভুত সুন্দর একটা প্রকৃতির উৎসব। এই বৃষ্টি দেখলে আমার মাঝে উৎসব টা ভর করে, নষ্টালজিক করে দেই । কত স্মৃতি জড়িয়ে আছে বৃষ্টির সাথে । বৃষ্টিতে ফুটবল খেলব বলে স্কুল পর্যন্ত ফাকি দিতাম , স্কুল পলাতাম । বাবা লাঠি নিয়া মাঠ থেকে কতবার যে আমাকে ঠ্যাঙতে ঠ্যাঙতে নেয়া আসছে মনে পরলে হাসি আসে । তখন বাবার উপর অনেক অভিমান হত ।
ভাবতাম , "এই লোক আমার বাপ হইল ক্যামনে ? সবার সামনে নিজের ছেলেকে কেও মাইর দিতে পারে । আমার একটা মান সম্মান আসে না । "
বৃষ্টিতে ভিজলে আমার ঠাণ্ডা লাগত ভালই , নাক দিয়ে থাই সুপ এর ঝোল বের হত। তবে মজার ব্যাপার ছিল কখনো জ্বর হত না ।
এখন মানুষ হওয়ার জন্য ঢাকা তে আছি । কিন্তু আর আগের মত ভেজা হই না।বৃষ্টি তে ভেজার থেকে কম্পিউটার এর ব্ল্যাক স্ক্রীন অথবা রাতে জানালার পাশে শুয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেট এর ধুঁয়া বেশি উপভোগ করি বলে মনে হই । বৃষ্টির ফোঁটা গায়ে লাগলে এখন জ্বর চলে আসে , গতকাল সকালে অফিসে যাওর সময় বৃষ্টিতে ভিজে গেছি এবং যথারীতি আমার আজকে জ্বর । যদিও অফিসে যাওর কোন তাড়া ছিল না । তবে কেন যেন আমার বৃষ্টির সময় , রাস্তার পাশে কোন দোকানে দাড়িয়ে থাকতে একদম ইচ্ছা করে না । এখন জ্বর মাথাই একটা ব্যাপার ভাবছি খুব ।
শিয়াল আর কুকুরের কি কখন বিবাহ হইসে ?? রোদ আর বৃষ্টি একসাথে কতক্ষণ থাকতে পারে। ? এমন কি কোন দেশ আসে , যেখানে সব সময়ই রোদ আর বৃষ্টি এক সাথে হয় ,অথবা অন্য কোন গ্রহ ?
©somewhere in net ltd.