![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"
১।
মানব সৃষ্টির বিস্ময়কর অবদান টাইটানিক। ঐতিহ্যবাহী এই টাইটানিক কে আজকের প্রজন্মের কাছে এক প্রকার অবিশ্বাস্য আবিস্কার বলেই মনে হয়।
২।
টাইটানিকের পাথর সমান হৃদয় বিশিষ্ট ক্যাপ্টেন। যার নির্দেশেই শুধুমাত্র মহিলা ও শিশুরা বেঁচে যায় এবং পুরুষদের প্রাণ যায়।
৩।
মিস্টার ডব্লিউ হার্টলি। যিনি গর্ব করে বলে ছিলেন এই জাহাজ একখন্ড সোলার মত স্বয়ং সৃষ্টিকর্তাও একে ডোবাতে পারবে না।
৪।
টাইটানিক পরিচালনার দায়িত্ব প্রাপ্ত প্রধান টিম বৃন্দ।
৫।
পরিপূর্ণ টাইটানিকে একটি বিশেষ ছবি যেটি পত্র পত্রিকায় প্রথম দৃষ্টিগোচর হয়।
৬।
জাহাজ ওঠার সময় যাত্রীগণ।
৭।
জাহাজটি আসলে কত বড় ছিল তা এই ছবিটা না দেখলে বুঝতেই পারবেন না।
৮।
প-প-প-প-প-প-প ছেড়ে দিচ্ছে টাইটানিক।
৯।
এই সেই বরফ ঘাতক বরফ খন্ড। উপড়ে যতটুকু দেখছেন সেটা আসলে মুখোশ। বরফটির মূল রুপ ছিল পানির তলায়।
১০।
টাইনিকে রাখা লাইফ বোটের একাংশ। ঘোষণা দিয়েছিল কোন দিনও ডুববে না তারপরও কেন লাইফবোট লাইফ জ্যাকেট রাখল বুঝলাম না।
১১।
দূর্ঘটনায় পতিত টাইটানিক।
১২।
অর্ধেক ডুবন্ত অবস্থায়।
১৩।
টাইটানিক নিয়ে সেই বিখ্যাত ছবির একটি দৃশ্য।
১৪।
সাগর তলায় পতিত টাইটানিক। মানুষের করা সকল গর্ব চূর্ণ করে।
১৫।
ধংস্বকৃত টাইটানিকের ভেতরের একটি অংশ।
১৬।
অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে মাঝখান ভাঙা টাইটানিক।
১৭।
আত্ম অহংকার ভয়ংকরে এটা তারই প্রমান।
১৮।
শিল্পীর তুলিতে টাইটানিক।
১৯।
অনুসন্ধানী দল।
গর্ব নয় বিনয় করি, বিফল হইলেও যেন থাকি সবার হৃদয়ে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ধন্যবাদ সুমন কর। সংশোধন করব নিশ্চয়ই।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
শরৎ চৌধুরী বলেছেন: সুমনের সাথে একমত। গুড পোষ্ট। +।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ধন্যবাদ + দেবার জন্য। আমার পিসিতে লোডই হতে চাচ্ছে না এখন তাই সংশোধন করতে দেরী হচ্ছে।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
বশর সিদ্দিকী বলেছেন: আর একটু ডিটেইলস থাকলে মনে হয় ভাল হত। তারপরও ভাল লেগেছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য। চেষ্টা করব পরবর্তীতে পুরো ডিটেইলস ও ছবি সহ এক টেরা পোস্টের। বেশী ঝাঝাইতে গেলে সামুই প্রবলেম করে।
ঠিক করে দিয়েছি সুমন কর ও অন্যমনস্ক শরৎ ভাই।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭
জাহিদ ২০১০ বলেছেন: Jotilssssss
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: Thank you Vaiya............
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩
মিলটন বলেছেন: সেই টাইটানিক যা নিয়ে অনেক কিছু
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: টাইটানিক কাহিনীর শেষ কবে?
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩
রিয়াদ হাকিম বলেছেন: টাইটানিকের ক্যাপ্টেন কি জানতোনা যে ওইরকম বরফ খন্ডের আঘাতে জাহাজ ডুবতে পারে? তাহলে তারা এতটা অসাবধান কেনো হলো?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ক্যাপ্টেন জেনেছিল যখন তখন কিছু করার ছিল না। ধন্যবাদ কমেন্টের জন্য।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০
হাতীর ডিম বলেছেন: চমৎকার পোষ্ট। ভাল থাকবেন
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: চমৎকার ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
নিশাত তাসনিম বলেছেন: পোস্টে ++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ধইন্যা পাতা নেন। আপনাকেও ++
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
ইমরাজ কবির মুন বলেছেন:
জোস !
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ধইন্যা পাতা নেন।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: Thanks
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
শায়লা িসিদ্দক বলেছেন: ভাল্লাগসে
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৬
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ধইন্যা. আমার ব্লগে স্বাগতম
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: গর্ব নয় বিনয় করি, বিফল হইলেও যেন থাকি সবার হৃদয়ে !
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪
জেনারেশন সুপারস্টার বলেছেন: ধন্যবাদ।প্রাণভরে দেখলাম।টাইটানিক সিনেমাটি দেখলে ভালোবাসা কি তা শেখা যায়।রোজের জন্যে জ্যাকের ভোলাবাসা ভোলা যায়না।জ্যাকের জন্যে রোজেরটাও।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কত রবি জ্বলে রে কেবা আখি মেলে রে। টাইটানিক ছবি দেখলে মনে হয় সত্যি মনে হয় এইটাই টাইটানিক।
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১
সকাল রয় বলেছেন:
আমার প্রিয় সিনেমা
২২ শে জুন, ২০১৪ রাত ৯:২২
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আমারো। কমেন্ট করার জন্য ধইন্যা।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
মুদ্দাকির বলেছেন: শুনলাম এর চেয়ে বড় জাহাজ আসছে ???
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আসবে অপেক্ষায় থাকুন.................. ৩০১২ সালে খ্যাক খ্যাক........... কমেন্টানোর জন্য ধইন্যা নেন..............
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: +++++++++++++++++++
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২১
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: থ্যাঙ্কস ফর কমেন্ট..........
১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০
মোমেন মুন্না বলেছেন: সুন্দর পোস্ট!!!
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৭
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কিন্তু বিষ্ময়কর চিহ্ন কেন্য
১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
পুরানো আমি বলেছেন: ভালো লাগল
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৮
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ধইন্যা
২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৯
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: +++++++++++ আপনাকেও
২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৭
বোকামানুষ বলেছেন: পোস্টে ++++
দারুণ লাগলো ছবিগুলো
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৯
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ধইন্যা
২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪১
রিভানুলো বলেছেন: ++++++্
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
সুমন কর বলেছেন: গুড পোস্ট। শেষের কিছু ছবি দুইবার করে দিয়েছেন।