নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

There is no wealth more profitable than wisdom, no knowledge like thought and research, no respect like knowledge.....প্রিয় শখ হচ্ছে বই পড়া, মুভি দেখা, ভ্রমণ, রান্না, বাগান পরিচর্যা করা আর সময় পেলে একটু আধটু লেখালেখি করা।

Abida-আবিদা

“সকল কঠিন সমুদ্রে প্রবাল তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল, সূর্য মানে আলো :- সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর-অপরাজিতার মতো নীল হয়ে- আরো নীল- আরো নীল হয়ে আমি যে দেখিতে চাই;- সে আকাশ… ” … *জীবনানন্দ দাশ*

Abida-আবিদা › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের কিছু দর্শনীয় স্থানের এলোপাতাড়ি ছবি

১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

Samsung Galaxy R (Royal) GT-I9103 মোবাইল ফোনে আমার বেঢপ হাতে তোলা কিছু ছবি।


ছবি (১)
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান আত্মীয়-স্বজনের ভিড়। পরিবেশ অস্বাস্থ্যকর হলেও ঘরমুখো কিংবা বিদেশগামী মানুষের জন্য চাতক পাখীর মত তারা বিরাজ করছে।
স্থানঃ দক্ষিনখান, ঢাকা উত্তর।


ছবি (২)
বিআইডব্লিউটিএ (BIWTA) ঢাকার প্রধান নদীবন্দরের সুন্দর টার্মিনাল ভবন। যাত্রী পরিবহনের দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম বন্দর। বাংলাদেশের অধিকাংশ জেলায় বন্দরটির সেবা রয়েছে। মুঘল শাসন আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সমুদ্রগামী জাহাজ পরিচালনার জন্য শহর থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে একটি কন্টেইনার টার্মিনাল খোলা হয়েছিল। বরিশাল, চাঁদপুর ও নারায়ণগঞ্জের পাশাপাশি; ঢাকা বন্দর ৫৩ মিলিয়ন টন কার্গো এবং ২২ মিলিয়ন যাত্রী বহন করছে।
স্থানঃ কুমারতলি, ঢাকা দক্ষিন।


ছবি (৩)
'জলযাত্রা' অ্যাপের মাধ্যমে এখন ঢাকা নদীবন্দর থেকে দক্ষিনবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চের টিকিট সংগ্রহ করা যায়।
স্থানঃ সদরঘাট লঞ্চ পল্টুন, ঢাকা নদীবন্দর।


ছবি (৪)
দক্ষিণবঙ্গ থেকে ঢাকা নদীবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত – ৮রাজদূত – ৭ লঞ্চ।
স্থানঃ শীতলক্ষ্যা নদী, নারায়ণগঞ্জ-ঢাকা।


ছবি (৫)
বাবুবাজার ব্রিজ থেকে বুড়িগঙ্গা নদী ও সদরঘাটে নোঙ্গর করে থাকা জাহাজ ও লঞ্চের অপরূপ দৃশ্য।
স্থানঃ বাবুবাজার, ঢাকা দক্ষিন।


ছবি (৬)
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজমিটফোর্ড হাসপাতালের সামনে বুড়িগঙ্গা নদীতে নৌকায় মানুষের ভ্রমণ ও পারাপারের জীবন।
স্থানঃ বাবুবাজার, ঢাকা দক্ষিন।


ছবি (৭)
বুড়িগঙ্গা নদীর বাদামতলি ঘাটে নোঙ্গর করে থাকা সমদ্রগামী কার্গো জাহাজ।
স্থানঃ বাদামতলি ঘাট, ঢাকা দক্ষিন।


ছবি (৮)
নদীর মাঝে দৃষ্টিনন্দন নান্দনিক রেস্তোরাঁ। পাশে নৌকার বৃত্তাকার নকশা।
স্থানঃ বাবুবাজার ব্রিজ, ঢাকা দক্ষিন।


ছবি (৯)
২১, আর্মেনিয়ান স্ট্রিট, বাবু বাজার, ঢাকা ১১০০ তে মানুষের জীবনযাত্রার একটি ব্যস্ততম দৃশ্য।
স্থানঃ আর্মেনিয়ান স্ট্রীট, বাবুবাজার, ঢাকা দক্ষিন।


ছবি (১০)
বাবুবাজার ফ্লাইওভার ও এর আশেপাশে মানুষের চলাচলের দৃশ্য।
স্থানঃ বাবুবাজার ফ্লাইওভার, ঢাকা দক্ষিন।


ছবি (১১)
ঢাকা শহরের উত্তরা থেকে মতিঝিল রুটে নির্মীয়মাণ উড়াল রেলপথ ও এর নিচে রাস্তায় সুনসান নীরবতা। ছবি সোজা করে দেখুন।
স্থানঃ আগারগাও, ঢাকা উত্তর।


ছবি (১২)
রাজধানী ঢাকা শহরের একটি ফুলের দোকান ও দোকানি।
স্থানঃ মিরপুর, ঢাকা উত্তর।


ছবি (১৩)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে উদয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য। এটি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্য। শামীম শিকদার এই ভাস্কর্যটি নির্মাণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলার রোডে সলিমুল্লাহ হল, জগন্নাথ হল ও বুয়েট সংলগ্ন সড়ক দ্বীপে স্থাপিত বাংলাদেশের ইতিহাসের ধারক স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি ভাস্কর শামীম শিকদার ১৯৮৮ সালে ফুলার রোডে অবস্থিত সেকেলে বাংলো স্টাইলের বাড়ির (বর্তমানে প্রোভিসির ভবন) সামনে পরিত্যক্ত জায়গায় ‘অমর একুশে’ নামে একটি বিশাল ভাস্কর্য নির্মাণ শুরু করেন। সেইটিই এখন স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য হিসেবে শোভা পাচ্ছে। ছবি সোজা করে দেখুন।


ছবি (১৪)
রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার রাস্তায় যাত্রীর জন্য অপেক্ষমাণ রিকশাচালক।
স্থানঃ শাহজাহানপুর, ঢাকা।


ছবি (১৫)
ডাঃ ফাজলে রাব্বি হলের খেলার মাঠ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
স্থানঃ বকশীবাজার, ঢাকা।


ছবি (১৬)
মহাখালী বাস টার্মিনাল ঢাকার তিনটি প্রধান আন্তঃনগর বাস স্টেশনের মধ্যে একটি (স্থানীয় নাম টাঙ্গাইল বাসস্ট্যান্ড), যা ১৯৮৪ সালে খোলা হয়েছিল। মহাখালীর আশেপাশে অবস্থিত এটি প্রাথমিকভাবে টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ, বগুড়া, জামালপুর সহ বাংলাদেশের উত্তরাঞ্চলের গন্তব্যে বাস পরিষেবা দেয়।
স্থানঃ মহাখালী, ঢাকা।


ছবি (১৭)
মিরপুর ডিওএইচএস’র বৈকালী হ্রদে আলোক বাতি। ফাল্গুন মাসে এখানে বস্ত্র মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া দর্শনার্থীরা ভ্রমণের জন্যও এখানে আসেন।
স্থানঃ মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা উত্তর।


ছবি (১৮)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালেয়র অধীন একটি অধিদপ্তর। দেশে অবৈধ মাদকের প্রবাহ রোধ, ঔষধ ও অন্যান্য শিল্পে ব্যবহার্য বৈধ মাদকের শুল্ক আদায় সাপেক্ষে আমদানি, পরিবহন ও ব্যবহার নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের সঠিক পরীক্ষণ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ, মাদকদ্রব্যের কুফল সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরোধ কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড় কর্ম-সম্পর্ক তৈরির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অধিদপ্তরের প্রধান দায়িত্ব। এটি গঠিত হয় ১৯৭৬ সালে। সারাদেশে মাদকের অবৈধ প্রবাহ রোধে অধিক্ষেত্র গ্রহন করা হয়। এর লক্ষ্য ও নীতিবাক্য হলঃ মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া। এই সংস্থাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। এর সরকারী ওয়েবসাইট হচ্ছেঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর- Department of Narcotics Control Website
স্থানঃ কাঠেরপুল মোড়, গেণ্ডারিয়া; ঢাকা দক্ষিন।


ছবি (১৯)
ঢাকা শহরের রাস্তায় রাতে হেডলাইটের আলোয় ঝলসে যাওয়া একটি চিত্র।
স্থানঃ কাজীপাড়া, মিরপুর; ঢাকা উত্তর।


ছবি (২০)
রাষ্ট্রহীন উদ্বাস্তু একজন ছিন্নমূল মানুষ শুয়ে আছে ভবনের নিচে ফুটপাতে। ছবি সোজা করে দেখুন।
স্থানঃ পল্লবী, মিরপুর; ঢাকা উত্তর।


ছবি (২১)
২০ ফেব্রুয়ারি, ২০১৬ সালে রাজধানীর পরিবাগে স্থপতি মৃণাল হকের নকশায় নির্মিত ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্যের উদ্বোধন করা হয়। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে স্মরণীয় করে রাখতে সরকারী ভাবে উদ্যোগ গ্রহন করা হয়।
স্থানঃ পরিবাগ, ঢাকা দক্ষিন। ঠিকানাঃ পি৯ভিডব্লিউ+৩৯সি, ঢাকা- ১২০৫।


২১ কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ; দুপুর ১২.০৩, হেমন্তকাল
রবিবার, ১৪ নভেম্বর ২০২১



মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

*কালজয়ী* বলেছেন: রাষ্ট্রহীন ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবনা একজন নাগরিকের মানবিক দায়িত্ব। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদকের কালো ছায়া থেকে যুবকদের মুক্ত রাখতে সচেতন প্রচারের বিকল্প নাই। এছাড়া দেখার দর্শন ছবির মাধ্যমে প্রকাশ পায়। পোস্টের ক্যাপশন চমৎকার।নিরন্তর শুভকামনা।

১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪

Abida-আবিদা বলেছেন: *কালজয়ী*

সুন্দর ও প্রাসঙ্গিক মন্তব্যের জন্য আপনাকে শুভেচ্ছা।

২| ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩

শায়মা বলেছেন: তোমার এসব এলোপাথাড়ি ছবি দেখে আমার মন পাখিটা যায় রে উড়ে যায় বন্দী খাঁচার বাইরে হায়।

অনেক অনেক ভালো লাগলো আপুনি!

১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬

Abida-আবিদা বলেছেন: শায়মা

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, আপু।

৩| ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:২৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: চমতকার সব ছবির সাথে জ্যাম-ঘামের ঢাকা শহর ঘুরিয়ে দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদের সাথে পোস্টে +++।

১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৭

Abida-আবিদা বলেছেন: মোহামমদ কামরুজজামান,

চমৎকার মন্তব্যের জন্য শুভেচ্ছা রইল।

৪| ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।

১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮

Abida-আবিদা বলেছেন: রাজীব নুর,

ছবিগুলো দেখার জন্য ধন্যবাদ।

৫| ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ৫ আর ৮ ভালো হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১২

Abida-আবিদা বলেছেন: মরুভূমির জলদস্যু,

৫ ও ৮ নং ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম। আপনাকে শুভেচ্ছা।

৬| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৬

প্রত্যাবর্তন@ বলেছেন: যাপিত জীবন তুলে এনেছেন ।

১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৫

Abida-আবিদা বলেছেন: প্রত্যাবর্তন@ ,

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১১

মেহেদি_হাসান. বলেছেন: ছবিগুলো সুন্দর

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:২১

Abida-আবিদা বলেছেন: মেহেদি_হাসান

ধন্যবাদ।

৮| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর এলোপাথাড়ি। ++

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:২২

Abida-আবিদা বলেছেন: পদাতিক চৌধুরি ,

অনেক ধন্যবাদ।

৯| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৮

সোহানী বলেছেন: যাক্ আমি একাই না আপনার ছবিও বাঁকা হয়।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:২৪

Abida-আবিদা বলেছেন: সোহানী ,

হ্যাঁ! তাই তো দেখছি। মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা।

১০| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: ঢাকার ছবি নিয়ে ''ঢাকার পথ পথে'' নামে আমি ধারাবাধিক পোষ্ট দিচ্ছি অনেকদিন ধরে।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:২৬

Abida-আবিদা বলেছেন: রাজীব নুর ,

আপনার জন্য শুভকামনা রইল।

১১| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:৩৫

নেওয়াজ আলি বলেছেন: ঢাকার আসল রূপ ফুটে উঠেছে

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:২৭

Abida-আবিদা বলেছেন: নেওয়াজ আলি ,

ঢাকার এই রূপের পাশাপাশি আরও রূপ আছে।

১২| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:২৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল ছবি এবং বর্ননা

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:৩৯

Abida-আবিদা বলেছেন: প্রামানিক ,

দেখা ও পড়ার জন্য ধন্যবাদ।

১৩| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার এই চমৎকার ছবিগুলো আমার খুবই পরিচিত কিন্তু ভিন্ন সময়ে আপনি ফ্রেমবন্দি করেছেন। নস্টালজিয়ার অনুভূতি দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ !

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:৪১

Abida-আবিদা বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ ,

আপনি যে নস্টালজিয়ার অনুভূতি পেয়েছেন- জেনে ভাল লাগল। শুভেচ্ছা আপনাকে।

১৪| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৩

নূর আলম হিরণ বলেছেন: ছবি গুলো দেখে বুঝলাম আপনি আমার আশপাশেই ছিলেন। এই জায়গা গুলোয় আমার নিয়মিতই যাতায়ত হয়।

১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৯

Abida-আবিদা বলেছেন: নূর আলম হিরণ ,

বুঝতে পারলেন- এজন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

১৫| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

মিরোরডডল বলেছেন:



আপুর কাছ থেকে ব্যতিক্রম এই ছবি পোষ্ট দেখে ভালো লাগলো ।
ছবি ২০ করুণ হলেও ইন্সট্র্যাকশনটা মজার ছিলো :)
ছবি সোজা করে দেখুন

আরও মজা লেগেছে সোহানী আপুর কমেন্ট ।
আপুতো মহা খুশী বাঁকা ছবি দেখে, সে এখন আর একা না অন্য কারো ছবিও বাঁকা হয় :)

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২৪

Abida-আবিদা বলেছেন: মিরোরডডল আপু,

আপনার মন্তব্য উৎসাহব্যাঞ্জক। আশান্বিত হলাম। আপনি মজা পেয়েছেন- জেনে খুশি হলাম।

হ্যাঁ! সোহানী আপুর খুশিতে আমরাও খুশি। সর্বোপরি বেদনা-মজা উভয়ই আছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।


১৬| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ছবিগুলি থেকে ঢাকা শহরকে চেনা যায়। ছবিগুলি ভালো লেগেছে। আপনি মনে হয় সারাদিন ঢাকা শহরে ঘুরে বেড়ান।

২৬ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৪০

Abida-আবিদা বলেছেন: সাড়ে চুয়াত্তর ,

আপনাকে ঢাকা শহর চেনাতে পেরে ভাল অনুভূতি হল। অপরিচিতরা এই ছবি দেখে কিছু অন্তত শিখতে পারলে ভাল লাগবে। সবসময় ভ্রমন ও ছবি থেকে কিছু আনন্দময় শেখা দরকার। শুভেচ্ছা।

১৭| ০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১০

খায়রুল আহসান বলেছেন: হেমন্তকালের পোস্ট। ছবিগুলো দেখে এবং কথাগুলো পড়ে কোমল ঋতুর প্রভাব অনুভব করা যায়।
বিদায় হোক কিংবা আগমন হোক, প্রিয়জনদের বিদায় জানানোর কিংবা বরণ করে নেয়ার এই যে অদম্য ইচ্ছা, এটা বাঙালির রক্তে মিশে আছে এবং এর জন্য তারা যে কোন ত্যাগ স্বীকার করতে পারে।
৮ নং ছবিতে ফুলসদৃশ নৌকার বৃত্তাকার নকশাটি খুব সুন্দর! ২০ নং ছবিতে ঘুমন্ত মানুষটি 'উদ্বাস্ত ও রাষ্ট্রহীন' কেন? সে কি ভিনদেশি কেউ?
পোস্টে অষ্টম প্লাস। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.