নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের অব্যক্ত সব কথামালা

মরা পাখি

আমি মরে গিয়েছি।তবে আমার প্রাণটা এখনো মরেনি।মরেছে শুধু মনটা।

মরা পাখি › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত ডিজিটাল দেশ আমার

০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৬

একটি দেশ ততক্ষণ পর্যন্ত উন্নত হবেনা, যতক্ষণ পর্যন্ত না সে দেশের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, তথ্য প্রযুক্তির উন্নতি না হবে।
,
বাংলাদেশ নাকি ডিজিটাল হইছে। যে দেশের রাস্তা যানবাহন চলাচলে অনুপযোগী, বিদ্যুত ব্যবস্থার কোন বালাই নেই,তথ্য প্রযুক্তির উন্নতির কোন খবর নাই সেই দেশ ডিজিটাল হয় কেমনে তা আমার ছোট মস্তিষ্ক কল্পনাও করতে পারেনা।
,
প্রতিদিন সরকারের মন্ত্রী, আমলারা ডিজিটাল বক্তব্য দিয়েও একটুখানি পরিবর্তন আনতে পারছেনা দেশের। তবে তারা ব্যক্তিগত ভাবে ব্যাপক ডিজিটাল হয়েছে। একেক জনের সম্পত্তি ১০০ গুন পর্যন্ত বাড়াতে সক্ষম হয়েছে ডিজিটাল মন্ত্রী, এমপিরা।
,
এখন অফ যান।
বহুত ডিজিটাল, ডিজিটাল খেলা দেখাইছেন আপনারা। এইবার পারলে বেশি কথা বাদ দিয়ে দেশটাকে নিয়ে একটু চিন্তা করেন।দেশটাকে কিভাবে বিশ্বের দরবারে সুন্দর ভাবে উপস্থাপন করা যায় সে ভাবনাটা এবার ভাবুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.