![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার ভাষা হারিয়েছি অনেক
আগেই
এখন ভালো মনেও পড়েনা কোনো
স্মৃতি
যেগুলো ছিলো তোমায় ঘিরে।
বারান্দা থেকে প্রতিদিন দেখি
নীল-আকাশ
অনূভুতি জানান দেয় দক্ষিণের বাতাস
কানে ভাসে সে বাতাসের শব্দ।
শুনি মানুষের জীবনের কোলাহল
অনুভব করি তারা আপন-আলয়ে ব্যাস্ত।
কিন্তু যখনি সন্ধা নেমে আসে এই
পৃথিবীজুড়ে আর তখন আস্তে আস্তে সব
কোলাহল যায় থেমে তখন যেগে ওঠে
তোমার প্রতি আমার ভালোবাসা
©somewhere in net ltd.