![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন নেবে কি তুমি??
হ্যাঁ আমি স্বপ্নের ফেরিওয়ালা
স্বপ্নের বেঁচা-কেনা করি
কারন স্বপ্ন দেখতে আমি ভালোবাসি
তাই স্বপ্ন দেখি আমি ঘুমের ঘোরে।
আমার স্বপ্ন নেবে কি তুমি
তোমার দুঃস্বপ্নের বিনিময়ে??
আমি স্বপ্ন দেখি সেই ভোরের
যে ভোরে পাখিরা করে কল-কাকলী
আমি স্বপ্ন দেখি সে রাত্রির
যে রাত্রিতে লোকেরা শান্তিতে
ঘুমায় সকলি।
আমি সেই স্বপ্নবাজ-স্বপ্নের সেই
ফেরিওয়ালা
পথে পথে ঘুরে আমি স্বপ্নের ফেরি করি
আমি স্বপ্ন দেখি সুন্দর দুপুরের যেখানে
নেই কোনো হানাহানি শুধুই আছে
ফুলের সৌরভ
আমি সেই উন্মোক্ত বিকেলের স্বপ্ন
দেখি
যেখানে আছে শুধু শিশুদের হাসির
কলরব।
সে স্বপ্ন নেবে কি তুমি
আমি স্বপনের সেই ফেরিওয়ালা
যে শুধু স্বপ্নের জাল বুঁনি।
২০/০৯/২০১৫
২২:০০
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫
ময়না বঙ্গাল বলেছেন: ভাই আমার একটা স্বপ্ন প্যাকেজ আছে । সামনে শেয়ার করার ইচ্ছা রইল ।