![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন সময় এখন আর ফিরা হবে না এই মৃন্ময় খেলাঘড়ে, হয়তো কল্পনার পরিধিতেও না। তবুও বার বার ভূল আমায় ছাড়ে না, তোদের পথেই সবসময় থাকতে হয় আমায়, থাকতে হবেও জানি।...
*****
লাশের উপর লাশ, তবুও নষ্ট রাজনীতির স্বাদ ফুরায় না
হায়রে ক্ষমতার লোভ, কি হবে এই সব দিয়ে
সবই তো একদিন যাবে মাটির ভিতর
এই রক্তপানের হিসেব নিতে গিয়ে
জাহানামের মালিকেরও ঘুম হারাম হয়ে যাবে
সামান্য কিছু কথার মাঝে লুকিয়ে থাকা তুমি,
তবুও তুমি আমার কাছে অনেক কিছু
মনের কোন জায়গাতে রেখেছি ঠিক বলতে পারি না,
মন তো এক বিশাল নদী, যার অনেক তীর।
হয়তো কোন এক তীরে বসে...
শারীরিক বা আধ্যাত্মিক কিনা জানি না
শুধু বুকের ভিতরে এক কোনেতে পাড়ি দিচ্ছে বিশাল শুণ্যতা ভড়া নৌকা
বাজিমাত করে দিয়েছি সব, ভাসাবো নিজেকে বিলীন করে দিয়ে
এতটুকু অধিকার আমাকে তুমি দাও
কোন এক কালো মেঘের ছাও, উড়িয়ে দিয়ে গগনবিড়াগী মন তোমার
আজ শূন্য কথার মাঝে অশান্ত মনের পথচলা, স্তব্ধতা আজ পূর্ণতায় ভরা
তোকে আজ “তুমি” করে ডাকতে খুব ইচ্ছে করে
শেষ আলোর মিছিলে তুই...
বাইরে থেকে কি দেখা যায় ক্ষতের বহিঃপ্রকাশ
একটু একটু করে না হয় মিশে যাক সত্য-মিথ্যের কল্পনা, থাক না একটু ব্যাথা তবু
নীল রং টাকে খুবই মনে ধরে, হয়তো তাই ব্যাথা আমাদের পিছু...
আমি দাড়িয়ে একা এই মেঘের শহরে, ভগ্ন আয়না হাতে আমি সপ্নবিলাশ
তবুও যদি একটু হতো সত্য, মিথ্যা আমি।
হেঁটে যায় চলে সীমান্ত নীহারিকা, আগুন খেলিয়ে ঊর্ধ্বগগনে এক মৃত্যু খেলা,
পাওয়ার ইচ্ছা নেই কিছুই,...
©somewhere in net ltd.