![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দাড়িয়ে একা এই মেঘের শহরে, ভগ্ন আয়না হাতে আমি সপ্নবিলাশ
তবুও যদি একটু হতো সত্য, মিথ্যা আমি।
হেঁটে যায় চলে সীমান্ত নীহারিকা, আগুন খেলিয়ে ঊর্ধ্বগগনে এক মৃত্যু খেলা,
পাওয়ার ইচ্ছা নেই কিছুই, তবুও অর্জন করার নেশা আমার।
জানতে চাইবো না “কোথায় এই কথোপকথনের শেষ?”
আজ বিশাল এক আকাশে উড়ে যাচ্ছি একা, বন্ধু হবে তুমি?
হাতটা বাড়ানো আছে, চাইলে ধরতে পারো। এমন এক জলে ভেজা সন্ধ্যায়
হারানো কিছু সময়ের কথার ভিড়ে, যেখানে কিছু ভুলো মনের বাবুই খেলা করে, সপ্নবিলাসের আরাধ্য ভূমিতে ডানামেলে,
আজ হই না চলো অমন কোন এক জোড়া বাবুই,
এতটুকুই অধিকার না হয় তুমি আমায় দিলে…
২| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৮
আবির সোম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ --- মুগ্ধতা রেখে গেলাম