নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবির সোম

আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম

আবির সোম

আবির সোম › বিস্তারিত পোস্টঃ

“সপ্ন-রং”

১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৯

কোন এক কালো মেঘের ছাও, উড়িয়ে দিয়ে গগনবিড়াগী মন তোমার
আজ শূন্য কথার মাঝে অশান্ত মনের পথচলা, স্তব্ধতা আজ পূর্ণতায় ভরা
তোকে আজ “তুমি” করে ডাকতে খুব ইচ্ছে করে
শেষ আলোর মিছিলে তুই চল আমাদের সাথে,
জীবনের রং মাখিয়ে নিয়ে গাঁয়ে, অপ্রাপ্ত কিছু অনুভূতি আজ মাতাল করে দিবে তোকে
সত্য কথাটা একটা বার বলে দেখ,
কাল নাও তো থাকতে পারি বিধাতার এই রম্য শহরে…
উড়ে যাক আজ সব পুরনো সপ্ন, তোকে নিয়েই সপ্ন রং ছড়াবো আজ
আয়নাতে একবার দেখি নিজ মুখ, তুই শুধু থাকিস সামনে এতেই মোর সব সুখ
আবিরের যত রং আজ ভুলে গেছি সব,
নতুন যত রং ছড়িয়ে তুই বসে আছিস আমার ভিতর
কতটুকু আপন করে নিলি আমায় একবার বলে যা,
নিশিরাত পার হয়ে যায়, আমাকে ভাসিয়ে দিয়ে যা একলা করে
কোন এক শ্রাবন দিনে জল দিয়ে ভেসে যাবো তোর কুঠিরে, রং এর খোঁজে,

নাই যদি বুঝি তোর চোখের ভাষা, আপন ভেবেই বুঝিয়ে দিস একটা বার আপন ভেবে………

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৭

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কবিতা । ভাল লাগলো ।

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩২

আবির সোম বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ ভাই।

২| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো। +

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৩

আবির সোম বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর !! মুগ্ধ আমি কবি !!! আরো লেখা চাই

১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

আবির সোম বলেছেন: আপনার মন্তব্যে খুবই ভালো লাগলো, অনুপ্রেরনা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.