![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরে থেকে কি দেখা যায় ক্ষতের বহিঃপ্রকাশ
একটু একটু করে না হয় মিশে যাক সত্য-মিথ্যের কল্পনা, থাক না একটু ব্যাথা তবু
নীল রং টাকে খুবই মনে ধরে, হয়তো তাই ব্যাথা আমাদের পিছু ছাড়ে না।
অনেক কথাই বলতে নেই, চোখের মাঝে লুকিয়ে থাকে
ঠিক যেন আয়নার মত স্বচ্ছ, তবুও বুঝবার সময় যেন চলেই যায়
সময়ের এক ভাগ তুমি যদি হতে তবে ঠিকই আমি সময়টাকেও বাহু মাঝে ধরে রাখতাম
লীন আমি তোমার চোখে কখনও কি হইনি ?
কত ভাষাই তো ছিল তোমার অর্থহীন কথায়, তবুও স্পষ্ট ছিল তা চোখের ভাষায়
যা প্রতিদিন খেলা করেছে আমার হৃদয় মাঝে, তবুও কেন তুমি বুঝো নি ?
আজ অনেক দূরে আমাদের প্রতিটি নিঃশ্বাস, তবুও ব্যর্থ নয় আমাদের নীলকষ্ট ভালোবাসা...
২| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫২
আবির সোম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর।++