নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একলা ঘর আমার --রব বিনে গতি নাই

স্বপ্ন কুহক

স্বপ্ন কুহক › বিস্তারিত পোস্টঃ

হৃদয় ও তার কথা

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬




কী নাম তোমার ?
- আমি হৃদয়,
যে হৃদপিন্ডের স্পন্দন তুমি প্রতিক্ষণ অনুভবে পাও ।

কারো ছোঁয়াতে স্পন্দন বাড়ে কি কখনো ?
-- স্বপ্ন জড়িয়ে ভালবাসার কথা বলে আবেগে বাঁধে যখন।

স্বপ্নগুলোকে রোজ জিইয়ে রাখতে জানো কি ?
-- স্বপ্ন দিয়ে ঘিরে আমি থাকি, স্বপ্নগুলো ভেঙেচুরে মৃত্যুও আমি মাখি ।

ভালবাসার কথা বলো কি তুমি আবেগ জড়ানো?
--বুকের গহীনে ভরহীন ভালোবাসা বুকের ভেতর ভার হয়ে থাকে,
অবাধ্য প্রেমিকের বুক ফাটা তৃষ্ণার মত শরীরের গন্ধে ডুবে নিঃশেষ হয়ে যাই ।

তুমি কি অভিমানে কাঁদো ?
--অভিমানে থাকে শুধু জল -কলকল নিগূঢ় কান্নার কোলাহল।
চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়া জল মুছে ফেলা যায়,
অঝোর ধারায় গড়িয়ে পড়া হৃদয়ের রক্ত শুধুই বয়ে যায় ।

চোখের জল তোমাকে ছুঁতে পারে কি ?
----চোখের জলে ভীষণ ভয়,
জল ছাড়া এই হৃদয়ের বিনিময় হয় তবে তা শুষ্ক কঠিন,
এক জনমের সকল হিসেব ভুলে,জলের ভেতর অনুভূতির সকল গভীরতম হয় ।।

তৃষ্ণা পেলে চাতক হয়ে যাও কি ?
---বহু কাঙ্খিত স্পর্শের স্বাদ নেওয়ার আকাঙ্ক্ষার তৃষ্ণায় থাকি আকুল--
আমি সাড়া না দিলে অথর্ব শরীর চুম্বনের নোনতা স্বাদও বড় পানসে হবে জেনো ।

তোমার বুকে মাথা রেখে শুনছি কার ভালবাসার দুপদুপানি-
ওমা লজ্জা পাচ্ছো কেন!? আচ্ছা বাবা, ঠিক আছে--
তবে কি জিরিয়ে নেবে কিছুক্ষণ?

--আমার উপর কান পেতে দেখো, বাজছে এখানে করুণ সানাই,
কৃষ্ণ প্রেমের সার যে অশ্রু, তাইতো রাধা কৃষ্ণ খোঁজে। দেহের মৃত্যু হলে,
পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্তি আসে। হৃদয়ের মৃত্যু হলে,
পৃথিবীর নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি মেলেনা।।

এখনো যার বুকে আমার ধুকপুকানি শুনতে পাও
সেখানে সযতনে প্রিয়জনের নাম খোদাই করে নাও।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জিরিয়ে নেবার পরেও কি লজ্জা ছিলো?

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

স্বপ্ন কুহক বলেছেন: জিরিয়ে নেওয়ার পর আসে অপ্রাপ্তির বেদনা ।

২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'হৃদয়ের মৃত্যু হলে পৃথিবীর নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি মেলে না।' সুন্দর বলেছেন এবং ঠিক। হৃদয় ও তার কথা (কথোপকথন) ভালো লাগলো।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

স্বপ্ন কুহক বলেছেন: আপনার ভালো লাগায় আপ্লুত হয়েছি ।
আন্তরিক ধন্যবাদ রইলো

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

জাহিদ অনিক বলেছেন:



আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল,
শুধাইল না কেহ।

কথোপকথন ভালো লাগলো- কিছুটা যেন স্বগতোক্তি।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

স্বপ্ন কুহক বলেছেন: তুমি আপন হাতে দোলাও আমার হৃদয় হা হা হা হা

হৃদয়ের অবস্তা কখনো বড়ই বেরা ছেরা হয়ে যায়

৪| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

শাহারিয়ার ইমন বলেছেন: পৃথিবীর নারকীয় যন্ত্রনা থেকে সত্যি মুক্তি মেলেনা !

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

স্বপ্ন কুহক বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০১

ভ্রমরের ডানা বলেছেন:



প্রেম একটি রাজকীয় রোগ..

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

স্বপ্ন কুহক বলেছেন: হা হা হা - অনেকক্ষণ মন খুলে হাসলাম আপনার মন্তব্য পড়ে ।

তারপরেও রাজা প্রজা সবার ভেতরে হৃদয় ঝংকার তুলে । বড় বেরসিক এই হৃদয় ।

আপনি ভালো আছেন ?

আপনাকে পেয়ে ভালো লাগলো

৬| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

ভ্রমরের ডানা বলেছেন:




প্রেম গরীবের ঘোড়ারোগ.....

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৩

স্বপ্ন কুহক বলেছেন: হা হা হা হা ঘোড়া রোগের কিন্তু অন্য মানে হি হি হি হি হি

৭| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



ধুর্মিয়া... :-B ওইটা মিন করি নাই...

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

স্বপ্ন কুহক বলেছেন: হা হা হা হা

৮| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

বলেছেন: ভালো লাগলো ব্যতীক্রম কিছু হৃদয় জাগানিয়া কথা

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

স্বপ্ন কুহক বলেছেন: হৃদয় তোলপাড় করা অনুভব
হৃদয় জাগায়
অনেক ধন্যবাদ

৯| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল কথাগুলো। ধন্যবাদ

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

স্বপ্ন কুহক বলেছেন: আপনার ভালো লাগায় আনন্দ পেলাম অনেক

ভালো থাকবেন সবসময়

১০| ২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:০২

বাকপ্রবাস বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন:
প্রেম একটি রাজকীয় রোগ.. :D :D

২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:০২

স্বপ্ন কুহক বলেছেন: রাজা হোক ফকির হোক যে হৃদয়ের ধুকপুকানি শুনতে পায় সে হৃদয়ে প্রেম বিরাজ করে

ভ্রমরের ডানার জোক ভালো লেগেছে

১১| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২০

সিগন্যাস বলেছেন: বাহ মজা পেলাম । বিশেষ করে ডানা ভাইয়ের কমেন্ট পড়ে হে হে

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:১০

স্বপ্ন কুহক বলেছেন: ধন্যবাদ

১২| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

বিজন রয় বলেছেন: ওহ ! এই পোস্ট আমি পড়ে ছিলাম, কিন্তু মন্তব্য করা হয়নি।

আসলে এটা এত উঁচুমানের যে এখানে কথা বলার মতো অভিব্যক্তি পাইনি, তাই নিরবে চলেগিয়েছিলাম।

এখন বুঝতে পারছি।

শুভকামনা।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:১৭

স্বপ্ন কুহক বলেছেন: পাঠকের যে কোন রকম অভিব্যাক্তি লেখকের কাছে বিশাল প্রাপ্তি ।

অনেক শুভ কামন আপনার জন্যও রইল ।

খুব ভাল থাকবেন

১৩| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.