নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

রেডি-মেড সাইনবোর্ড

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

১>>>>>>

আমার এক কাজিন এবার চুয়েট-এ ইইই-তে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার কিছু দিন পরের কথা- ওর মায়ের সাথে আমার মায়ের এক বিয়ের অনুষ্ঠানে দেখা হল। নানান কথা শেষ করে যখন ভার্সিটিতে ভর্তির প্রসঙ্গ এল, তখন ওর মা বল্লো-" ওর তো বুয়েটে পড়ার ইচ্ছা ছিল! কিন্তু বুয়েটে চান্স না পাওয়াতে চুয়েটে ভর্তি করিয়েছি!"



এসব কথা শুনলে আমার রাগে গা জ্বলে যায়। কেন? চুয়েটে কি ওকে ফ্রি-ফ্রি ভর্তি করিয়েছে। ওখানে কি ও মেধা তালিকায় আসেনি? বুয়েটের মাল ছাড়া বাকি মাল গুলো কি রিজেক্টেড? কয়টা বুয়েটের মাল দেশকে প্রতিদান দেয়? ব্যাপারটা এমনঃ "হও তো বুয়েটী, না হলে বুয়া!"



এসব হুজুগে চাল-চলনের অর্থ হল, মানুষ এখন পেশা-কে সম্মান করে না, জ্ঞানকে লালন করে না! ওরা ছুটে রেডি-মেড সাইনবোর্ডের পিছনে! প্রকৃত জ্ঞানান্বেষী হলে বলতো, "সে ইঞ্জিনিয়ার হতে চায়!" আবার দেখা যায়, বুয়েট থেকে পাশ করে "বুয়েট" সাইনবোর্ড নিয়ে অন্য পেশায় ঠেসে ঢুকে যাচ্ছে!



২>>>>>>



আমার আরেক কাজিনকে দুই বছর আগে (ও তখন ক্লাস এইটে পড়ে) প্রশ্ন করেছিলামঃ "বড় হলে কি হবে?"

আমাদের অন্য দুই কাজিন তখন আমাদের ক্লোজ কাজিনকুলে বুয়েটে পড়া ওয়ান-এন্ড-অনলি! বড়-রা যেমন ওদের ফ্যানাটিক প্রশংসাকারী (যাদের কেউ জানেই না এফ-আর-খান কে), বড়দের দেখাদেখি ছোটরাও (যাদের কেউই জানে না, তাদের স্বয়ংক্রিয় খেলনাগুলোর ভিতরের যন্ত্রগুলো ইঞ্জিনিয়ারদের হাতে গড়া) তেমনি বুয়েটের আপুদ্বয়কেই দুনিয়ার সেরা মেধা মনে করত।

আমার প্রশ্নের উত্তরে ঐ ক্লাস এইট-পড়ুয়া মেয়ে বলেছিলঃ "আমি বুয়েট ইঞ্জিনিয়ার হব!"



আমাদের রাজনীতি যেমন হয়ে গেছে "অর্থ আর ক্ষমতার রাজনীতি", তেমনি আমাদের শিক্ষাক্ষেত্র-ও হয়ে গেছে "সাইনবোর্ডের শিক্ষাক্ষেত্র"! আমাদের দেশের অনেক স্তরের বৈষম্যের মত উচ্চ-শিক্ষার ক্ষেত্রেও অনেক বৈষম্য আছে। উদাহরণ দিয়ে শেষ করা যাবে না।



ব্যাঙ্গের ছাতার মত ভার্সিটি (ব্যাবসা-প্রতিষ্ঠান) তাহলে কেন খুলা হল, দেশে একশটা বুয়েটের ব্রাঞ্চ খুললেই হত!



৩>>>>>



বেশীর ভাগ প্রাইভেট ভার্সিটিই পাব্লিক ভার্সিটির সদ্য পাস করা গ্র্যাজুয়েট-দের "রেডিমেড ইন্টার্নি স্পট" অথবা বলা যায় "ইজি এক্সপেরিয়েন্স-গ্যাদারিং সেন্টার"। এর সাথে প্রাইভেট ভার্সিটিগুলো পাব্লিক ভার্সিটির শিক্ষক ও এক্স-শিক্ষকদের জন্য "উন্মুক্ত রত্নভান্ডার!"; তারা নামের পাশে ঝোলান পাব্লিক ভার্সিটির নাম, আর টাকা কামাই করেন প্রাইভেট ভার্সিটিগুলো থেকে!



মন্ত্রী-আমলা-ব্যাবসায়ীদের জন্য দেশে এখন লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি হল "বিশ্ববিদ্যালয় স্থাপনা"!



৪>>>>>



চট্টগ্রামের একটি প্রাইভেট ভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি পরীক্ষার দুটি প্রশ্ন দেখুনঃ



১) সোডিয়ামের সংকেত কি? :-&

২) আমাদের শ্বাস-প্রশ্বাসের সাথে সম্পর্কিত গ্যাসদুটোর নাম কি? :-/



এই না হলে "উচ্চ-শিক্ষা"!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

বিদ্রোহী২০০৩ বলেছেন: দেশে একশটা বুয়েটের ব্রাঞ্চ খুললেই হত! B-) B-) B-)

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

htusar বলেছেন: যার যেটুকু সম্মান প্রাপ্য তাকে সেটা দিতেই হবে। বুয়েট অবশ্যই সেরা।

" ছোটরাও (যাদের কেউই জানে না, তাদের স্বয়ংক্রিয় খেলনাগুলোর ভিতরের যন্ত্রগুলো ইঞ্জিনিয়ারদের হাতে গড়া) তেমনি বুয়েটের আপুদ্বয়কেই দুনিয়ার সেরা মেধা মনে করত। " তারা আসলেই সেরা মেধা । তাদেরকে সবাই অনুসরণ করতে চাইবে এটাই স্বাভাবিক।

"আমার প্রশ্নের উত্তরে ঐ ক্লাস এইট-পড়ুয়া মেয়ে বলেছিলঃ "আমি বুয়েট ইঞ্জিনিয়ার হব!"" সবাই তো সেরাটারই স্বপ্ন দেখবে,নাকি?

"আবার দেখা যায়, বুয়েট থেকে পাশ করে "বুয়েট" সাইনবোর্ড নিয়ে অন্য পেশায় ঠেসে ঢুকে যাচ্ছে!" এটা সব ক্ষেত্রেই দেখা যায়। শুধু বুয়েটিদের দোষ দিয়ে লাভ নাই।

আর প্রাইভেটের কথা কি বলবো? ওগুলা তো সার্টিফিকেটের দোকান। কোনটা মুদি দোকান, আর কোনটা স্ট্যাশনারী দোকান। টাকা থাকলেই ডিগ্রি কেনা যায়।

"বুয়েটের মাল ছাড়া বাকি মাল গুলো কি রিজেক্টেড?" না, অবশ্যই না । তবে বুয়েটের মাল গুলা একটু বেশী ভাল।


বি.দ্র. ঃ আমি কিন্তু বুয়েটিয়ান না।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

আবীর চৌধুরী বলেছেন: আমার মনে হয় আপনি আমার ৩ ও ৪ নং প্যারাটা পড়েন নাই।

আর আমি বুয়েট-বিদ্বেষী না, প্রাইভেট-বিদ্বেষী-ও না, আমি নিজে এক্স-সাস্টিয়ান।

সব প্রাইভেটকে এক পাল্লায় মাপাও ঠিক না, সময়ের সাথে সাথে সব বদলাচ্ছে, বদলে যায়-ও, শুধু বদলায় না বদ মানুষের আচার-বিচার, তারা আগেও সাইনবোর্ডের পূজা করত, এখনো সাইনবোর্ডের-ই পূজা করে। প্রকৃত শিক্ষা ও সুশিক্ষিতের মর্যাদা দিতে জানে না।

ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.