![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে পটকাবিহীন দিপাবলীর শুভেচ্ছা।
বায়ু ও শব্দ দূষণকারী পটকা বা আতশবাতি জাতীয় দ্রব্য ব্যবহার করে ককটেলবাজদের উতসাহিত করবেন না।
দিওয়ালি হোক, বিয়ে হোক, বাংলাওয়াশ হোক, যেকোন উতসব-আনন্দকে মাটি করে দিতে একটি অসাবধানতাজনিত দূর্ঘটনাই যথেষ্ঠ।
কানের পর্দা ফাটানো, বয়স্ক-দূর্বলচিত্তের মানুষদের হার্ট এটাক সৃষ্টিকারী, চোখের দৃষ্টিহরণকারী পটকাবাজদের ধরে ধরে থাপ্পড় লাগান। এতেই আপনার হৃদয় প্রফুল্লিত হবে।
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
আবীর চৌধুরী বলেছেন: আমার কাছে ধর্মান্ধের সংজ্ঞা আবার অন্যরকম। আমি মনে করি ধর্মান্ধ মানে উগ্রবাদী; যে নিজের ধর্মের মানুষ ছাড়া অন্যদের মানুষ মনে করে না, যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না।
ধর্মান্ধদের ঘৃণা করতে গিয়ে মানুষ ধর্মকে ঘৃণা করছে, অসাম্প্রদায়িক হতে গিয়ে মানুষ সম্প্রদায়ের অস্তিত্বকে হুমকির মুখে নিয়ে যাচ্ছে।
এরকম অসাম্প্রদায়িকতায় আমার থু থু।
সবাই যার যার ধর্ম নিয়ে সুখে থাকুক।
২| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮
রাজীব দে সরকার বলেছেন:
শব্দ ও বায়ু দূষণমুক্ত দীপাবলীর শুভেচ্ছা
সাথে জামাতী ছাগুদের নিকট থেকে ১০০ হাত দূরে থাকাই নিরাপদ
এরা পরিবেশ নষ্ট করে!
৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
নূর আদনান বলেছেন: ভাই আপনি আমার মনের কথা বলেছেন, আমানে মনে চায় পটকাবাজদের ধরে কানের নিচে দিই একখান (শুধু একখান না হয়ে বেশিও হইতে পারে)
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ২:২৪
ইফতেখার ভূইয়া বলেছেন: প্লাস
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধর্মান্ধদের নিকট থেকে ১০০ হাত দূরে থাকাই নিরাপদ