নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সার্বজনীন Misinterpretation

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

ইসলামকে সার্বজনীনভাবে কট্টর ও উগ্র ধর্ম বলে বিশ্বাস করা এক অমুসলিম ভাই সেদিন ফেসবুকে স্ট্যাটাস দিলেনঃ



“জন্ম-মৃত্যু-বিয়ে - এই তিনটা আল্লাহ্‌রই হাতে। নাশকতা কিন্তু মানুষের হাতে। আল্লাহ্‌ কি নাশকতায় বিশ্বাস করেন?”



আমি কমেন্ট দিলামঃ



“ভাই হঠাত আল্লাহ/ আল্লাহর পথে থাকা মানুষের পিছে লাগলেন কেন?



ভেবে দেখুন, আমাদের দেশ যদি হিন্দু অধ্যুষিত দেশ হত, একাত্তরের ঘাতকরা যদি সনাতন ধর্মের বেশে থাকা শয়তান ও ধর্ম-ব্যবসায়ী হত, জেএমবি-হিজবুত তাহরীরের মত জঙ্গিরা যদি মুসলিম না হয়ে হিন্দু হত, তবে কি আপনি ভগবানের দিকে প্রশ্নের/সন্দেহের তীর ছুড়তেন? তবে কি আপনি প্রকৃত সনাতন ধর্মাবলম্বীদের আড়ালে/সামনে গালি দিতেন?”



পরদিন তিনি আবার স্ট্যাটাস দিলেনঃ



“আমার গতকালের এক স্ট্যাটাসে এক জন মন্তব্য করেছেন, যারা আল্লার পথে আছে (নাশকতা চালাচ্ছে) তাদের বিরুদ্ধে লেগেছেন কেন? আচ্ছা আমি কি জবাব দেব?”



আমি আকাশ থেকে পরলাম! সাথে সাথে কমেন্ট দিলামঃ



“হায় হায়! ভাই, আমি কি এটা বুঝিয়েছিলাম? আল্লাহর পথে থাকা মানে কি নাশকতা চালানো????????????????!!!!!!!!!!!!!!!!!!!!



আমার কমেন্টটা এখনো আছে। ভাল করে দেখেন তো আমি কি বলতে চেয়েছি! বিরোধিতার খাতিরে বিরোধিতা করা ঠিক না। চোখে খারাপ দেখতে চাইলে, কানে খারাপ শুনতে চাইলে ভালো জিনিস-ও খারাপ দেখায়, ভাল কথাও খারাপ শুনায়।



যারা নাশকতা চালাচ্ছে, তারা কোন ধর্মের অনুসারী নয়। তারা নিজের পেটের পূজারী। মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে প্রাণের সওদা করে তারা!



আপনার এই স্ট্যাটাস পরে আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। কেন যে আমি আগ বাড়িয়ে আপনার সাথে কথা বলে, নিজের এবং ইসলামের ত্য অনুসারীদের সম্পর্কে আপনার মনে আরো খারাপ ধারণা প্রতিষ্ঠা করতে গেলাম??!!!



জামাত-শিবিরের গুণ্ডা-পাণ্ডাদের এই কথা বলেই উস্কে দেওয়া হয় যে, তোমরা আল্লাহর রাস্তায় লড়, লড়ে মর। ওরাও বেকুব বলে ওদের নেতাদের কথা শুনে তা-ই করে। আর আমার-আপনার মত গাধারাও এটাই বুঝে নিই যে "আল্লাহ"-ই সন্ত্রাসের উস্কানিদাতা! নাউজুবিল্লাহ!”





কি আর বলব? পুরাই বেকুব বনে গেলাম! মানুষ নিজেদের কাদা ছোড়াছুড়ি থেকে আল্লাহ-ভগবানকেও রেহাই দিচ্ছে না!

এখনো বুঝতে পারছি না, “আল্লাহর রাস্তায় থাকা” মানে “নাশকতা চালানো” কি করে?!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ফিরে এলাম নতুন নিকে বলেছেন: বাদ দেন। সবাই সব কিছু বোঝে না।
তবে এই জামাত-শিবিরের অবুঝ পোলাপানদের মাথা নষ্ট কারা করছে, কীভাবে করছে একটু তলিয়ে দেখা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.