নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

টি-টোয়েন্টি ওয়ার্ল্ড-কাপ উদ্বোধনী ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ক্রিয়া-প্রতিক্রিয়া

১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৬

আশ্চর্য লাগে মানুষ নিজের প্রয়োজনে কিভাবে গালিবাচক উপাধি আর নিন্দাসূচক শব্দকে যত্রতত্র ব্যবহার করে।

নিজেদের দলীয় ও আর্থিক স্বার্থের বিরুদ্ধে গেলেই হিন্দুর ছেলে, হিরোইনখোর, আর ব্যাভিচারী লম্পট-ও হয়ে যায় "ছাগু"!!

আরে ভাই, ছাগুর সংজ্ঞাই তো পালটে দিলেন তাহলে!



দেশের নাগরিক হিসেবে সরকারের সমালোচনা, বিসিবির সমালোচনা, কোন নেতৃস্থানীয় মানুষের সিদ্ধান্তের সমালোচনা করা কি যায় না?

এতই যদি গায়ে লাগে তাহলে ডিজিটাল বাংলাদেশের তকমা খুলে ফেসবুক বন্ধ করে দেন; মিডিয়ার স্বাধীনতা দেওয়ার ভোল পালটে টক-শো বন্ধ করে দেন।

আপনাদের মত বিদেশী পা-চাটাদের কারণেই দেশের মানুষে-মানুষে অহরহ কোন্দল লেগেই আছে।



ভারতবিরোধিতা বড় কথা না, বড় কথা হল দেশকে উপেক্ষিত না করা, দেশের পণ্য, দেশের মানুষকে গুরুত্ব দেওয়া। সবসময় কারো দালালি, দাসত্ব না করে এদেশের কোন সরকারই দেশ চালাতে পারল না। ছোট্ট সিংগাপুর, মালেশিয়া, থাইল্যাণ্ড থেকে শিক্ষা নেয়া উচিত আমাদের।



ভারতবিরোধিতা মানেই পাকি-সমর্থন না, জামাত-বিম্পি সমর্থন না, আবার ভাদা মানেই আওয়ামীসমর্থক না। আমরা কিছু মানুষের দোষকে পুরা গোষ্ঠীর উপর চালিয়ে দিই। সময় এসেছে এসব ধারণা পাল্টাবার।



আমরা নিজেদের জীবনে অনিচ্ছাকৃতভাবেই ভারতমুখাপেক্ষী- এটাই গ্লোবাল ইকনমিক্সের সার্থকতা/ব্যররথতা। আবার সাংস্কৃতিকভাবে ভারতের কালচারকে কাছে টেনে নেওয়ার-ও একটা সীমা আছে।



তাই বলে, যে অনুষ্ঠানের আয়োজক শুধু বাংলাদেশ, সে অনুষ্ঠানের উদ্বোধনে বিদেশী প্রাধান্য কেন থাকবে? এটা কি ঐ দেশটার আগ্রাসন নাকি দেশের দুর্নীতিবাজ আমলা/রাজনীতিবিদদের পারসেন্টেজ খাওয়ার কৌশল?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩০

পথহারা সৈকত বলেছেন: যখন তােমাদের লক্ষ কন্ঠে গেয়ে ওঠার কথা এ আর রাহমান ''কাউয়ালী-ভাউয়ালী, প্যা-প্যা, চ্যা-চ্যা'' .... অথবা AKON এর "I WANNA FUCK YOU ... FUCK YOU ....I WANNA FUCK YOU ... FUCK YOU" তখন কী...না তোমরা বাংলা গান... আইয়ু বাচ্চুদের অপমান নিয়ে ত্যানা পেচাও......

২| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬

বেকার সব ০০৭ বলেছেন: রাজনীতিবিদদের পারসেন্টেজ খাওয়ার কৌশল

৩| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

নামহীন আমি অনামিকা বলেছেন: সহমত--আমরা সবাই লিজ্জিত

৪| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭

নিশাত তাসনিম বলেছেন: ভারতের বিরুদ্ধে কিছু বললেই ছাগু । ব্লগে প্রচুর ছাগু হান্টার আছে কিন্তু ভাদা হান্টার নাই । ভাদা হান্টের কথা বললেই তথাকথিত ছাগু হান্টারদের চেতনায় আঘাত লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.