![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখ দুটো ক্লান্ত আমার
ক্ষুধার্ত এই মন,
ঘুমাবো না আজকে রাতে
করেছি এই পণ।
চেয়ারটাতে বসে থেকে
পা হয়েছে অবশ,
রাতে আমি কর্মঠ আর-
দিনের বেলায় অলস।
এই হাতেতে কলম-কাগজ
ধরেছি সেই কবে,
ফুল আঁকি তো ফটোশপে
ফুল ফুটে না টবে।
পিঠের উপর কাজের বোঝা
মাথায় যত দ্বন্দ্ব,
ভোরের আশায় আছি বসে
আসবে "আলোর কন্ঠ"!
http://alorkantho24.com/
https://www.facebook.com/alorkantho24
২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: ছন্দ আর অন্ত্যমিলে ছড়াটা বেশ মজার হয়েছে। তবে 'আলোর কণ্ঠ' এর ব্যাপারটা একটু পরিষ্কার করলে ভালো হবে। ফেবু লিংক দিয়েছেন দেখা যায়। সময় করে দেখে নেবো।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২০
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল লিখেন
ভাললাগা +