নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

Finger Crossed

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:১৮

রাউন্ড অব সিক্সটিন-এ কোন খেলা মিস করিনি, একটু হলেও দেখেছি। সবগুলো শ্বাসরুদ্ধকর খেলা ছিল, বিশ্বআসরের জন্য যথার্থ।

আর্জেন্টিনা-ব্রাজিলের মত ফেভারিট টীমগুলোর অনুজ্জ্বল খেলা দেখে প্রথমে আমি ক্লাব ফুটবল বা লীগ ফুটবলকে দোষ দিচ্ছিলাম। কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম নয়।



বেশ কিছুদিন আগেও ফুটবলের বড় বড় নামগুলোই কাপ বাগিয়ে নিত, তাদের এই সাফল্যের পিছনে ছিল তাদের আবেগ, তাদের পূর্ব-সাফল্য বা তাদের অগণিত ফ্যান।

এখন প্রফেশনাল ফুটবলের ব্যাপক প্রসার হওয়াতে প্রায় সব দেশের খেলোয়াড়েরাই কাছাকাছি মানের দক্ষ। তাই চ্যাম্পিয়ন দলগুলোর-ও অন্য নতুন দলের সাথে খেলে পার হতে বেগ পেতে হচ্ছে।



আর বিশ্বকাপে মাঠের ১০ জনের চাইতে আমার বেশী আকর্ষণীয় লেগেছে গোলপোস্ট পাহারা দেওয়া সেই মানুষগুলিকে। সিজার, নাভাস, অছোয়া, ব্র্যাভো, জ্যাসপার, ডেভিড, হুগো, রোমেরো, ম্যানুয়েল- কাকে ফেলে কার কথা বলব!



নেদারল্যান্ডের খেলাতে যদিও রেফারির পক্ষপাতিত্ব খুব দৃষ্টিকটু লেগেছে, তবুও কমবেশি সব খেলাতেই যোগ্যতর দল কোয়ার্টার ফাইনালে উঠেছে।



অনেক আগেই দেওয়ালে লাগানো ফিকশ্চারে ১ম সেমি-তে মুখোমুখি দুটো দলের নাম লিখে রেখেছি- ব্রাজিল বনাম জার্মানি। জানি না আমার এই ভবিষ্যতবাণী সত্যি হয় কিনা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.