নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যানজট নিরসনে বিজ্ঞানী-প্রকৌশলী লাগে না

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

কালের কন্ঠে একটা আর্টিকেল পড়লাম- "যানজট নিরসনে প্রকৌশলী কামরুল হাসানের আবিষ্কার"।



পড়ে কিছু কথা মাথায় আসলো, না লিখলেই নয়। আমি চট্টগ্রামে থাকি; চট্টগ্রামের কথা মাথায় রেখেই লিখছি।



যানজট মূলত ১৬ প্রকারঃ-



১) বড়লোকদের গাড়ী পার্কিং-এর ফলে সৃষ্ট যানজট [শপিং মল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, ইত্যাদির সামনে]

২) রিকশা-সিএনজির বিশৃঙ্খল পার্কিং-এর ফলে সৃষ্ট যানজট [বিশেষত বড় মোড়গুলোর চার কোণায়]

৩) রাস্তা দখল করে হকারদের বাজার-এর ফলে সৃষ্ট যানজট [জনবহুল এলাকাগুলোতে]

৪) রাস্তা দখল করে কন্সট্রাকশন-এর কাঁচামাল (ইট, বালি, লোহা) রাখার ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]

৫) পাবলিক ট্রান্সপোর্টের জন্য অপেক্ষমান হাজারো জনতার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার ফলে সৃষ্ট যানজট [বিশেষত বড় মোড়গুলোতে]

৬) পাবলিক ট্রান্সপোর্টগুলো যাত্রী উঠা-নামার ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]

৭) রাস্তার ছোট-বড় গর্তগুলোতে বৃষ্টির পানি বা অন্য যেকোনভাবে পানি জমার ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]

৮) রাস্তাঘাট মেরামতের সময় বিকল্প যাওয়া-আসার পথ না থাকায় কতৃপক্ষের মূর্খামির ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]

৯) রাষ্ট্র/প্রশাসন/সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতার ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]

১০) অপরিকল্পিত বসতি স্থাপনের ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]

১১) নিম্নমানের বাস-ট্রাক ইত্যাদি রাস্তায় যলার সময় বিকল হয়ে যাওয়ার ফলে সৃষ্ট যানজট [সাধারণত বড় সড়কে]

১২) অশিক্ষিত/শিক্ষিত পথচারী বা গাড়ীওয়ালাদের ট্রাফিক নিয়মভঙ্গের ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]

১৩) গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর বিশেষ-বিশেষ স্থানে ময়লা-আবর্জনার বিশাল স্তুপ রাখার নির্দিষ্ট স্থান তৈরীর ফলে সৃষ্ট যানজট

১৪) ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে রাস্তা দিয়ে পথচারীদের হাঁটাচলার ফলে সৃষ্ট যানজট

১৫) ভিআইপি রোড, ইউআইপি (আনইম্পর্টেন্ট পারসন) রোড- রাস্তার ক্ষেত্রেও এরকম অদ্ভুত শ্রেণীবৈষম্যের ফলে সৃষ্ট যানজট

১৬) রাজনৈতিক/অরাজনৈতিক জনসমাবেশের ফলে সৃষ্ট যানজট



আপাতত এই ১৬ ধরণের যানজটের কথা মাথায় এল। এগুলো সমাধানে কোন দৈব বাণী লাগে না, বিজ্ঞানী-প্রকৌশলীরও প্রয়োজন পরে না।

তবে সচেতন, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক না হলে আইনস্টাইন বা স্টিফেন হকিং এসেও এরকম অদ্ভুত সমস্যার সমাধান করে যেতে পারবেন না।

রাস্তা বড় করা, নতুন রাস্তা করা, ফ্লাইওভার করা- এসব হচ্ছে এই সমস্যার অস্থায়ী সমাধান। আমি নিজ চোখে প্রতিনিয়ত দেখে এসেছি; রাস্তা বড় হয়েছে, অথচ যানজট কমে নি। কারণ, গাড়ী যে পথে চলত, সেই পথেই এখনো চলছে, উপরন্তু গাড়ীর সংখ্যা বেড়েছে, কিন্তু দুই পাশে বর্ধিত জায়গা বঞ্চিত হচ্ছে যানবাহন চলা থেকে।



God helps those, who help themselves!

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

ভোরের সূর্য বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ সহমত। নিজেরা যদি সচেতন হই তাহলে আমার মনে হয় ৫০% যানজট কমে যাবে।
গত পরশু দিন যে রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটলো এখানেও আমাদের সচেতাই অনেকাংশে দায়ী।



উপরের তিনটি ছবিতে দেখুন রাস্তা দখল করে কি অবলীলায় গাড়ী পারকিং করে রেখেছে অথচ এদের জন্য যে লক্ষ লক্ষ মানুষের সমস্যা হচ্ছে সেই কমনসেন্স নাই।


এই ভদ্রলোক কে দেখুন।ট্রেন আসছে আর ইনি রেল লাইন পার হচ্ছেন আবার ট্রেনের ছাদে মানুষ বসে আছে। তাহলে এনাদের দুর্ঘটনা ঘটবেনাতো কার ঘটবে?এসব অসচেনতা ছাড়া আর কি।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: গবেষনামুলক পোস্ট ভালো লাগলো ।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা না পারলে উন্মুক্ত প্রস্তাব আহবান করুক।

টেকনিক্যাল ও ফিনেনন্সিয়ালী বেস্ট ৫ট প্রস্তাবের উপর কাজ করুক।

কে শোনে কার কথা!!!!!!!!!!!!!!!!!!!!!!

তাদের তো সমস্যা নেই হুশ করে চলে যায়-ভিআইপি নামে--- আমজনতার নাভীশ্বাস!!!!

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

অপূর্ণ রায়হান বলেছেন: পোষ্টে প্লাস + এবং একমত ।

ভালো থাকবেন :)

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫

তিক্তভাষী বলেছেন: যথার্থ বলেছেন। তবে ওপথে গেলে টুপাইস আমদানীর তেমন সুযোগ নেই। :( যেটা কিনা রাস্তা-ঘাট, ফ্লাইওভার, মেট্রো ইত্যাদিতে রয়েছে। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.