![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষ যুগের পর যুগ মানুষের শান্তির জন্য সংগ্রাম করে যায়; বিরোধীদের চক্রান্তে স্বজনহারা হয়, নিজে না খেয়ে না পরে থেকে অন্যের খাওয়া-পরার জন্য লড়াই করে; জেল-জুলুমের শিকার হয়; এমনকি কেউ কেউ মরার পরে কোন রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই শেষবিদায় নেয়; তাদের কে কোন পুরস্কার দেওয়া যায়??!!
যতদূর জানি, কম্বোডিয়ায় ও তার আশেপাশের দেশে শিশুরা প্রচুর নির্যাতনের শিকার হয়, ছোট বয়স থেকেই দেহব্যবসায় জড়িয়ে যায় তারা। তাদের জন্য ও বিশ্বের অনেক স্থানের নানাভাবে বঞ্চিত শিশুদের জন্য কি করেছে সেই কিশোরী মালালা? শুধুমাত্র ইসলামী উগ্রপন্থীদের বিরুদ্ধে পাপেট হিসেবে ব্যবহারের জন্যই কি নোবেল বাগিয়ে নিল এই পিচ্চিটা?
মালালা গুলি খেয়েছে- ভালো কথা, মালালাকে গুলি করছে কট্টর জঙ্গিরা- ভালো কথা, মালালা তাদের বিরুদ্ধে বলছে- খুবই ভাল কথা! কিন্তু বিদেশের মাটিতে থেকে থেকে, কয়েক জায়গায় বক্তৃতা দিয়ে মালালা কি করে তার দেশের মানুষকে শান্তি দিল??????
আর যাই হোক, পাকিস্তানকে তো "শান্তিময়" বলা যায় না!!!! তাহলে, বিশ্বশান্তির জন্য কাজ করার জন্য মালালা শান্তিতে নোবেল পায় কেমনে????????????
মালালা আর লাদেনের মধ্যে শুধু বয়স, লিঙ্গ ও কাজ করার ধরণের পার্থক্য। কাজের উদ্দেশ্য ও কর্মদাতা একই! এই সাধারণ কথাটা অনেকেই বুঝে না...!
সন্ত্রাসীদের গুলি খেয়ে বেঁচে গিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করলেই যদি নোবেল পাওয়ার যোগ্যতা হয়, তবে বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষ এই পর্যন্ত নোবেল পাওয়ার দাবিদার!
কোথায় আগরতলা, কোথায় খাটের তলা!
২| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাংলাদেশ থেকে এরশাদ আর হাসিনা আপার নোবেল পাওয়া দরকার
৩| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৭
নিষ্কর্মা বলেছেন: মাল মালালা নুবেল পাইলে এরশাদ চাচার দুষ কি?? হ্যারে ক্যারে নুবেল দেওয়া হৈসে না?
৪| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৬
৭১৫০ বলেছেন: কেন জানি নোবেল এ মার্কিন গন্ধ পাওয়া যায়।
৫| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৩
কলাবাগান১ বলেছেন: নোবেল দেওয়া উচিত বীর সুইসাইড বোম্বারদের
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৩
আবীর চৌধুরী বলেছেন: Criticizing Nobel Peace Prize 2014 (Malala) doesn't mean that I support those crazy suicide bombers or Islamic extremists!
৬| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: শতাব্দীর শ্রেষ্ঠতম কৌতুক
৭| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮
সুমন কর বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন, শতাব্দীর শ্রেষ্ঠতম কৌতুক
১০০% সহমত।
৮| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১
আমি তুমি আমরা বলেছেন: তালেবানের গুলি খাই,
বোনাস হিসেবে নোবেল পাই।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তালেবানদের কটি বুলেটই তাকে এনে দিল নোবেল শান্তি পদক!
ইদানিং নোবেল শান্তি পুরস্কারকে আমার কাছে খুব বেশী ফালতু মনে হচ্ছে।