![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখ-ধাঁধালো পোশাক-আশাক,
এল বুঝি ফাগুন,
ট্রেনের বগি ট্র্যাকে তো নাই,
বাসে জ্বলে আগুন।
পকেটটাকে ফাঁকা করো,
ভীড়েতে ভাই তুমিই হীরে!
লাজ-লজ্জার মাথা খেয়ে,
বন্ধুরা সব ধরবে ঘিরে।
সবাই তো চায় জোটটা বেঁধে,
"একজনেরই চামড়া তুলি"!
শক্ত লোকের ভক্ত সবাই,
নরম পেলে ঝাড়ে বুলি।
ভাবের ভবে অন্ধ সবাই,
জীবন ভরা ট্যারিফ!
যমুনা আর বসুন্ধরায়,
শপিং করেন শেরিফ।
চুল কাটাতে ত্রিশ মিনিট,
আর লাগে না ভাই!
তিন মিনিটেই চুল কাটা শেষ-
নাপিত হাসেন তাই।
ফেব্রুয়ারীর চৌদ্দ তারিখ,
ভালোবাসার সে কি বাজার!
ভার্জিনিটির বেচা-কেনায়,
কৈ পূজারী, কোথায় মাজার?
ও ওবামা জলদি তো আয়,
দেশ যে ভরা জঙ্গি!
কাটবো টিকিট আম্রিকারই,
তাকিয়ে আছে সঙ্গী।
©somewhere in net ltd.