নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নিশা, তোমায় বলছি (বন্ধু ফাহাদের বিয়েতে আমার ক্ষুদ্র উপহার)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

জীবনের এক ব্যস্ত বিকেল,

দৌড়ে ছিলাম ভীষণ,

ভার্সিটি লাইফ শেষ যদিও,

হয়নি তো শেষ মিশন।



করিডরে ছুটতে গিয়ে,

অনুজদের মধ্যে পরি,

হঠাৎ যেন থমকে গেল,

বাস্তবতার দেহঘড়ি।



শেষ বিকেলের আধো আলোয়,

স্তব্ধ দেখে তাকে,

কবির হাতের শ্রেষ্ঠ লেখা,

শিল্পীর ঐ তুলির বাঁকে।



বাসে চড়ে ফিরছি যখন,

ফেলে আসার কি কষ্ট,

প্রেম-বিরহের গানগুলো সব,

হয়ে উঠে সুস্পষ্ট।



বছর দেড়েক চলে গেল,

হয়নি বলা “ভালোবাসি”,

ছয় কিলো মাইল দূরে থেকেও,

ভালো লাগা হয়নি বাসী।



ফোন করব? ভয়ে কাতর!

কি জানি কি মনে করে!

সাহস নিয়ে তাই মুশফিক,

এগিয়ে এলি ভাইয়ের তরে।



জগতজোড়া সাহস নিয়ে,

টেলিফোনে কল-টা দিয়ে,

উত্তেজনা সব লুকিয়ে,

স্বপ্ন-আশা যায় ফুরিয়ে!



কথা হল সেই বিকেলের,

প্রথম দেখায় চোখ-ধাঁধানো,

সৌন্দর্যের অনুভবে,

হৃদয়েতে ফ্রেম-বাঁধানো।



সেই ফোনালাপ হয়নি তো শেষ,

কথার কতই ভঙ্গি,

এনগেজমেন্ট হয়ে গিয়ে

পেলাম জীবনসঙ্গী।



বিস্ময়কর তোমায় পাওয়া,

নতুন দিনের দিশা,

ভালোবাসার ইন্দ্রজালে

থেকো পাশে নিশা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৯

বাড্ডা ঢাকা বলেছেন: একম ভালো লাগা।

২| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৩:২৪

আবীর চৌধুরী বলেছেন: Based on Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.