নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এই একুশে প্রথম

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৩

প্রথম দেখায় চোখ জুড়ানো, ভালোবাসা তুমি,
সবুজ-শ্যামল আবেগঘন আমার মাতৃভূমি!

প্রথম বলায় প্রাণটা ভরে মুখটা খুলে হাসা,
ধরার বুকে সবচে সহজ আমার মাতৃভাষা!

প্রথম শোনায় অন্তরেতে মূর্ছনারই বান,
ছন্দে ভরা, অর্থবোধক, আমার দেশের গান।

প্রথম পড়ায় মুগ্ধ আমি, রোমাঞ্চে মন ভরা,
বাংলা ভাষায় লেখা যত কবিতা ও ছড়া।

প্রথম চাওয়া রং-তুলিতে আঁকবো এমন ছবি,
রাতের আঁধার কাটবে এসে ভোরের নতুন রবি!

প্রথম পাওয়ায় আহ্লাদেতে আটখানা যে হই,
বাবা ও মা উপহারে দিতেন শুধু বই।

প্রথম প্রেমের জন্য রাজি জাগতে হাজার রাত,
না বুঝেই পান করেছি জ্বলন্ত সে উলফাত।

মুঠোফোনে ছড়া দিয়ে করছি একুশ উদযাপন,
প্রথম থেকে শেষ অবধি বাংলা তুমি তাই আপন!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.