![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোবাইলে এয়ারটেল এবং ল্যাপটপে সিটিসেল ইন্টারনেট ব্যবহার করি। এ বছরের বাজেটে ইন্টারনেট ব্যবহারের উপর অতিরিক্ত করারোপ হয়েছে জানতাম। আরো জানতাম এর ফলে মোবাইল অপারেটরদের সব রকমের সেবার মূল্য বৃদ্ধি পাবে। কিন্তু কতটুকু বাড়বে, তার সম্পর্কে ধারনা ছিল না। এ বাজেটের আগে মোটামুটি সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতাম। কিন্তু সেই মূল্যও এমনকি পার্শ্ববর্তী দেশের তুলনায় (এয়ারটেল ও টেলিনরের প্যাকেজগুলো তুলনার সাপেক্ষে) অনেক অনেক বেশি ছিল!
শুনেছিলাম, সরকার নাকি ব্যান্ডউইথ রপ্তানি করছে; খুব আশ্চর্য লেগেছিল। কারণ, কোন পণ্যের মূল্য বেশি থাকে, যদি তার যোগান সীমিত থাকে। এখন, যদি সেই একই পণ্য দেশে থেকে বাইরে বিক্রি করা হয়, তার মানে দেশে তার স্টক অনেক। এই ক্ষেত্রে পণ্যটি হল "ইন্টারনেট সেবা"। যদি, বাইরে ব্যান্ডউইথ রপ্তানি করতেই হয়, তবে দেশে কেন ইন্টারনেটের মূল্য কমানো হচ্ছে না?
কিন্তু, ২০১৫-১৬ এর বাজেটে ব্যাপারটি আরো ভয়াবহ হল। ইন্টারনেট-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবিদের সংগঠন প্রেস ব্রিফিং-গোলটেবিল বৈঠক করে দাম কমানোর, ভ্যাট তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।
আসুন, এবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি।
এয়ারটেলের *১২১# এ গিয়ে ৩জি ইন্টারনেটের মাসিক ১ জিবি প্যাকেজ কিনতে মনস্থ করলাম। দামটা একটু বেশিই, অন্য অপারেটরদের চেয়ে। তারপরেও স্বল্প সময়ের জন্য মোবাইলে এই প্যাকেজটাই লাগবে। হঠাত দেখি, এই প্যাকেজে ১ জিবির সাথে আরো ১ জিবি ফ্রি; মূল্য আগেরটাই- ১৯৯ টাকা! ভাবলাম, ভালোই তো ২০০ টাকায় ২ জিবি; খুশি মনে কিনে ফেললাম।
এক্টিভেট করার পর দেখি ২৪৫ টাকা কেটে রেখেছে! তার উপর দিয়েছে শুধু ১ জিবি! প্রায় ২৫% ভ্যাট দিয়ে যে সেবা কিনলাম, তাতেও ধোঁকা! সরকার ও অপারেটর- দুয়ে মিলে নেমেছে পাবলিকের টাকা লুটতে! একজনের হিসাবটা আপনার কাছে হয়তো বেশি মনে হচ্ছে না। কোটি কোটি গ্রাহকের বিভিন্ন সেবার বিভিন্ন মেয়াদী বিলে যখন এরকম হেরফের হয়, তখন তাদের পকেটে কত লক্ষ-কোটি টাকা যায়, তা হিসাব করতেই তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে!
সিটিসেলে আমি গত বেশ কয়েক মাস ধরে ইউপি ৪ প্যাকেজটা ব্যবহার করি। এই প্যাকেজে ৩০০ কেবিপিএস গতিতে ১ মাসে ৩ জিবি ডাটা দেওয়া হয় ৩৯০ টাকায়; সাথে গত ২ মাস ধরে ৩ জিবি ফ্রি দেওয়া হচ্ছে, যদিও আমি কখনো ৩ জিবির বেশি ব্যবহারের সুযোগ পাইনি। এটাই স্বাভাবিক, যতটুকু কাজে প্রয়োজন ততটুকুই ব্যবহার করব। ৩৯০ টাকার অফার-টি ভ্যাটসহ আগে মনে হয় ৪১০ টাকার কিছু কম নিত। এবার ৪৫০ টাকা ভরলাম; প্যাকেজ এক্টিভেট করার পরে ব্যালেন্স চেক করে দেখি ৩ টাকা আছে! তার মানে, ৩৯০ এর সেবা কিনতে আমাকে ৪৪৭ টাকার মত খরচ করতে হচ্ছে; যা ৩০% ভ্যাটের চেয়েও বেশি; অথচ সিটিসেলের এই ইন্টারনেট ৩জিও না!
আরো ভয়াবহ কিছু মেসেজ পেলাম অপারেটরদের কাছ থেকে। একটা উদ্ধৃত করি- "Please, do not shock seeing the bill..."! কেন, এরকম বলছে? কোন প্যাকেজের ডাটা শেষ হয়ে গেলে মেয়াদ থাকাকালীন অবস্থায় প্রতি ১০ কেবি-র জন্য 0.0115 টাকা কাটা হবে। আর মেয়াদ ফুরিয়ে গেলে প্রতি ১ কেবির জন্য ঐ একই টাকা কাটা হবে। এই দুটো পরিমাণই বাজেটের পরিমাণের চেয়ে অনেক অনেক বেশি।
সারকথা হলঃ- সরকার জনগণকে ইন্টারনেটের মূলা ঝুলিয়ে আনুষঙ্গিক ইলেক্ট্রনিক পণ্যতে শুল্কারোপ করে আগে যেরকম একশ্রেণীর ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিয়েছে, ঠিক তেমনি এইবার ইন্টারনেটে আসক্ত বা আবদ্ধ জনগণকে অতি-অপরিহার্য এই সেবার দাম বাড়িয়ে নিজেদের কোষাগার ভর্তির পাশাপাশি আরেক শ্রেণীর ব্যবসায়ীদের বিলিয়ন টাকার ব্যবসার দুয়ার খুলে দিয়েছে!
এ কি আসলেই "ডিজিটাল বাংলাদেশ"-বান্দব সিদ্ধান্ত?!
২৯ শে জুন, ২০১৫ রাত ১১:০৭
আবীর চৌধুরী বলেছেন: ফ্রি অফার বলতে কোনটা বুঝালেন বুঝলাম না!
আর ফ্রি অফার খুঁজে খুঁজে যারা ইন্টারনেট ব্যবহার করে, আমি হয়তো তাদের দলে না। আমি কাজে নিয়মিত প্রচুর ডাটা খরচ করি, যখন শেষ হয় তখনই আগের প্যাকেজ এক্টিভেট করে নিই।
এবারের বাজেটের পরে প্যাকেজ এক্টিভেট করতে গিয়ে দামের তারতম্য দেখেই এই পোস্ট দিলাম।
আর ফ্রি অফার কিভাবে পাবো?
আপনাকে বুঝিয়ে বলি। আমার এয়ারটেল সিমে ১০০০ টাকার মত আছে। তারা আমাকে অনবরত মেসেজ পাঠায়- "৩০০ টাকা লোড করলে ২ জিবি ইন্টারনেট ফ্রি!!"
আমার ১০০০ টাকা থাকতে কেন আমি আরো ৩০০ টাকা লোড করব????????
যেহেতু আমি অফারটা নিই না, তাই আমি ফ্রি ইন্টারনেটও পাই না!
২| ২৯ শে জুন, ২০১৫ রাত ১০:৪৪
শতদ্রু একটি নদী... বলেছেন: না জাইন ইউজ করলে তো এমন হবেই। অপারেটরদের বাপেরও ক্ষমতা নাই ১৫% এর বেশি ট্যাক্স নেয়ার। এখন মনে হয় ২০%। আজপর্যন্ত হিসাবের বাইরে কিছু নিতে দেখিনাই, নিলেও ওইটা নিজের ভুলেই নিছে।
২৯ শে জুন, ২০১৫ রাত ১০:৫৯
আবীর চৌধুরী বলেছেন: আমি না জেনে ব্যবহার করছি আপনি কিভাবে জানেন? মন্তব্যের ভাষাটা একটু রুক্ষ হয়ে গেল না?
৩| ২৯ শে জুন, ২০১৫ রাত ১০:৪৬
আমি সাব্বির বলেছেন: সিটিসেলরে খুব ভালা পাইতাম, কিন্তু তাদের ও এ্ই অবস্থা??
২৯ শে জুন, ২০১৫ রাত ১১:০১
আবীর চৌধুরী বলেছেন: হ্যা ভাই; কি আর বলব।
তারা যদি সত্যিই সততার সাথে ব্যবসা করত, তবে আমরা গ্রাহকেরা প্যাকেজ সিলেক্ট করার পরে একটা মেসেজ পাঠিয়ে বলতে পারত, আগের চেয়ে এত টাকা বেশি নেয়া হচ্ছে!
কিন্তু, মানুষ বোকা থাকতে চায় বলেই এসব কোম্পানীও আমাদের বোকা বানাতে পারে!
৪| ২৯ শে জুন, ২০১৫ রাত ১১:০৪
শতদ্রু একটি নদী... বলেছেন: রুড হইলে ভুল হইছে ভাই, সরি। কিন্তু কোন পাকেজেই হিডেন কোন চার্জ রাখেনা কেউ। মেইন চার্জ বলে আর সাথে ১৫% এক্সট্রা ধইরা হিসাব কইরা নিবেন। ফ্রি অফারের ফ্রি ডাটার হিসাবালাদা হয়, অন্য কোড দিয়া চেক করা লাগে। প্যাকেজ এক্টিভ করার আগে শর্ত আছে নাকি ওইটা জাইনা নিলে সুবিধাই হয়, অসুবিধা না।
আর আসেপাশের যেকোন দেশের চেয়ে আমাদের নেট ব্যবহারের চার্জ এখনো কমই, বেশি না।
৫| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৯
অভয়ারন্য বলেছেন: এয়ারটেল এ - ১ জিবি -১৯৯ টাকায় - ১ জিবি বোনাস.. ব্যালেন্স চেক - *৭৭৮*৩৯#, বোনাস ব্যালেন্স - *৭৭৮*৪০#
১৯৯ এর সাথে ১৫% ভ্যাট এবং ৫% সারচার্জ = ২৩৮.৮০+ ২.৪০ (মেসেজ) = ২৪১.২০ টাকা
৩৯০ টাকার অফার কখনো ৪১০ কাটবে না। ১৫% ভ্যাটসহ ৪৪৭ টাকা হয়। আপনি ৩০% কেমন করে হিসাব করলেন বুঝলাম না।
আমি ও মোবাইল এ ইন্টারনেট ব্যবহার করি। নতুন প্যাকেজ নেয়ার সময় অফারটি ভালোকরে দেখে নেয়া ভাল। অফারে অনেক শর্ত দেয়া থাকে।
৩০ শে জুন, ২০১৫ রাত ৮:৫৩
আবীর চৌধুরী বলেছেন: আবেগের বশে পার্সেন্টেজ ক্যালকুলেশন হয়তো ভুল হয়েছে।
তবে, ৩৯০ এর প্যাকেজ ৪৪৭ নিচ্ছে- এটা আপনার কম মনে হয়?
১৫% ভ্যাট, ৫% সারচার্জ আপনার কম মনে হয়?
তাহলে, আপনার সাথে বাড়াবাড়ি করে আর নিজের সময় ও মেধা খরচ করব না!
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৫ রাত ১০:২৬
নুর ইসলাম রফিক বলেছেন: ভাই ফ্রি অফার তো আছেই,সেহেতু দাম তো কম হয়েই গেলো তাইনা।