![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ বছরের একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল প্রকাশে সে এক বিশাল হাঙ্গামা হল। পরে বুয়েটের সহযোগিতায় কোন রকমে মানসম্মান উদ্ধার করল শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো।
২৯ তারিখ তাড়াহুড়া করে আমার মা ছোট বোনকে নিয়ে মহসিন কলেজে ভর্তি করাতে নিয়ে গেল। দুই দিন পরেই ক্লাস শুরু। বোনের মন খারাপ চট্টগ্রাম কলেজে আসেনি বলে; অথচ ওর রেজাল্ট ওখানে আসার মতই ছিল। উল্লেখ্য যে, চট্টগ্রামে এইচএসসি লেভেলে শিক্ষার্থী ও অভিভাবকদের ১ম পছন্দ চট্টগ্রাম কলেজ, ২য় পছন্দ মহসিন কলেজ।
ভর্তি হতে গিয়ে দেখা গেল, আমার বোনের চেয়ে অনেক পিছিয়ে থাকা শিক্ষার্থী চট্টগ্রাম কলেজে ভর্তির জন্য বাছাইকৃত হয়েছে। কিভাবে? "মহান কোটাপ্রথার কারণে"! সে কি একটা দুইটা কোটা? কোটার অভাব নেই! শিক্ষক-সন্তান, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, আদিবাসী, প্রত্যন্ত অঞ্চলবাসী- সব রকম কোটাই আছে; শুধু স্বাভাবিক মানুষদের জন্য কোন কোটা নেই!
মহসিন কলেজেও একই দশা। আমার বোন মেধাতালিকায় একদম প্রথম দিকে থাকায় শুরুতেই ভর্তি ফি দিয়ে মাকে সাথে নিয়ে বেরিয়ে আসল। বাইরে এসে আমার বাবার এক বন্ধুর সাথে দেখা; ছেলেকে নিয়ে ভর্তি করাতে এসেছেন। ছেলেটি এ+ পেয়েছিল, কিন্তু হয়তো মহসিন কলেজে আসত না, কিন্তু ছেলেটির হাতে ছিল আলাদীনের দৈত্যস্বরূপ "মুক্তিযোদ্ধা কোটা প্রমাণপত্র"! আমার মা ভদ্রলোককে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কিভাবে সেটা সম্ভব হল, কারণ মা জানতেন লোকটি মুক্তিযুদ্ধে কোনভাবে অংশ নেয়নি।
লোকটি রহস্যমূলক হাসি হেসে বলল, "দুঃসম্পর্কের এক আত্মীয় থেকে ২০০০০ টাকা দিয়ে কিনে নিয়েছি! এখন আমার ছেলের ভবিষ্যতে আর কোন বড় বাধা থাকবে না!"
আমার মা যখন আমাদের এসব বলছিলেন, আমি বললাম, "হ্যাঁ, আসলেই ছেলেটির জন্য তার বাবা এ এক বড় বিনিয়োগ করে ফেলল। বেশির ভাগ চাকরিতেই ১০ থেকে ৫০% পর্যন্ত তাদের জন্য রাখা হয়।"
আমি আরো চিন্তা করছিলাম, মুক্তিযোদ্ধার ছেলেপুলে ছাড়া তো এই সার্টিফিকেটের প্রয়োগ সম্ভব না; তাহলে কি সেই বাবা তার ছেলের ভেজাল ভবিষ্যতের জন্য নিজের পিতৃত্বকেও বিসর্জন করে এসেছেন?
কয়দিন আগে পত্রিকায় পড়েছিলাম, স্বাধীনতার পর থেকে প্রায় দেড় লাখ রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা ছিল। সম্প্রতি বেশ কিছু ভেজাল মুক্তিযোদ্ধা ধরা পরেছে, যার মধ্য অধিকাংশই সরকারী আমলা। পড়ে আরো বিস্মিত হলাম যে, নতুন মুক্তিযোদ্ধা সনদের আবেদনপত্র জমা পরেছে ১৬ লক্ষের মত! বিশ্বাস হয়নি সেই খবর পড়ে।
শহীদ/গাজী মুক্তিযোদ্ধারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে যুদ্ধে অংশগ্রহণের সুবিধাকে অপপ্রয়োগ করে অন্যদের সুবিধাবঞ্চিত করা হবে?
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:১৭
সুমন কর বলেছেন: এ সকল ভূয়া মুক্তিযোদ্ধার জন্য প্রকৃত মুক্তিযোদ্ধারা সম্মান হারাচ্ছে। দেশকে কলুষিত করছে।