![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশ তৈরী পোশাক সহ পোশাকখাতের অনেক ক্ষেত্রে প্রায় স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও আমার পরিচিত অনেকেই ভারতের নানার রাজ্য থেকে পোশাক আমদানী করে দেশের আনাচে-কানাচে বিপণন (মার্কেটিং) করে আসছে।
তাহলে, ভেবে দেখুন, আমাদের দেশে তৈরী হয় না এরকম অগণিত পণ্যের ক্ষেত্রে কি অবস্থা হচ্ছে। ভারত, চীন, মালেশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনামের অনেক মানুষ বেঁচে আছে আমাদের বদৌলতে। শুধু শুধু ভারত বা চীনকে দোষ দিয়ে তো লাভ নেই; প্রত্যেকে তো নিজের স্বার্থই দেখবে; তা-ই নয় কি?
আমরা শুধু "মানুষ" আর "সমস্যা" উৎপাদন করতে ওস্তাদ। আমাদের দেশ উৎপাদনবান্ধব নয়, কখনো হবেও না। দেশের অভ্যন্তরীন ব্যবসায়িক সিন্ডিকেট আর অসম প্রতিযোগিতার কারণে দেশীয় পণ্যের উৎপাদন, সংরক্ষণ, বিপণন, প্রক্রিয়াজাতকরণ, ইত্যাদি সম্ভব হয় না।
শেষ করবো একটা কথোপকথন দিয়ে-
প্রথম বন্ধুঃ বাণিজ্য মেলায় ভারতীয় স্টল তেমন একটা দেখলাম না।
দ্বিতীয় বন্ধুঃ গরুর হাট থেকে শুরু করে বাতের মলম, সব জায়গায় ভারতীয় পণ্যে সয়লাব; এরপরও কি মেলায় অংশগ্রহণ করে পণ্য প্রসারের দরকার আছে কী?
২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৬
রাফা বলেছেন: আমাদের মাঝে দেশাত্মবোধের প্রচন্ড রকম অভাব রয়েছে।আমাদের দেশে উদ্দোক্তার অভাব এই জন্যই সরকারি পৃষ্ঠপোষকতা শুধু পেয়ে থাকে ক্ষুদ্র একটি গোষ্ঠি।যতদিন সরকার প্রটেকশন না দিবে ততদিন এরকম অনিয়ম চলতেই থাকবে।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৩
একজন সত্যিকার হিমু বলেছেন: সরকারী ভাবে ব্যবস্থা না নিলে পণ্য উত্পাদনে সু ব্যবস্থা সম্ভব না ।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ছবি দেখে বুঝে নিন কি বলতে চাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
"আমার পরিচিত অনেকেই ভারতের নানার রাজ্য থেকে পোশাক আমদানী করে দেশের আনাচে-কানাচে বিপণন (মার্কেটিং) করে আসছে। "
-এগুলো ব্যবসায়ী নয়, এরা সমাজ ও জাতিকে বুঝে না; মুরগীর মতো নিজে খায়, বাচ্চার খবর নেই।