নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কি হওয়া চাই "স্মার্ট"

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩০

আজকাল খুব আগে থেকেই বাচ্চাকাচ্চারা বিসিএস বা হায়ার স্টাডি নিয়ে ভাবা শুরু করেছে। ফেসবুকে এ সম্পর্কিত অগণিত পোস্ট দেখছি। এই বছরই প্রথম। ব্যাপারটা পজিটিভ হলে দুশ্চিন্তার কিছু ছিল না।

আমাদের দেশের অন্যান্য অনেক কিছুর মতই শিক্ষাখাতেও সব তালগোল পাকিয়ে যাচ্ছে। জ্ঞানার্জন এখন আর কারো উদ্দেশ্য নয়। ভাল রেজাল্ট, ভাল প্রতিষ্ঠান, ভাল চাকরি, ভাল বেতন, নিশ্চিত ভবিষ্যৎ- এসবই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থী বা অভিভাবকদের একচেটিয়া দোষ দিয়েও পারছি না। ডুবন্ত নৌকা থেকে সবাই নিরাপদ জাহাজে যেতে চাইবেই।

এখন আর কেউ নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট জীবিকার স্বপ্ন দেখে না। দেখেও সফল হতে পারে না। মান বাঁচাতে, পেট বাঁচাতে, গড্ডালিকায় গা ভাসাতেই হয়।

এখন অনেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বুনে শুধু এই দেশ থেকে পরিত্রাণের জন্য। গবেষণার জন্য নয়, আবিষ্কারের জন্য নয়, দেশ/জাতি/পরিবারের মাথা উঁচু করার জন্য নয়।

জানি, এসব আবেগময় কথাবার্তা। কর্কশ বাস্তবের সামনে সবই ফিকে পরে যায়।

আমার এই লেখার মূল উদ্দেশ্য হল, একটা স্মার্ট এডুকেশন সিস্টেম এর জন্য দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা, বটম টু টপ লেভেল অব এডুকেশন। একই সাথে সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষাতেও যুগোপযোগী পরিবর্তন আনতে হবে, সবগুলির মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।

কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষাকে সুপ্রচলিত করতে হবে। চাকরির বাজার, তথা যেসব বিষয়ের স্নাতক বা স্নাতকোত্তর এর যেরকম চাহিদা, সেসবের সাথে সংগতি রেখেই সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে বিষয় বন্টন করে নির্দিষ্ট শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

উদ্যোক্তা হতে ইচ্ছুকদের নিয়ে পৃথক ব্যবস্থার প্রচলন করতে হবে। যার অর্থ নেই, ঋণ দিতে হবে। যার জনবল নেই, দিতে হবে। যার পর্যাপ্ত দক্ষতা বা জ্ঞান নেই, তাকে সাহায্য করতে হবে। উদ্যোক্তাবান্ধব এবং অগ্রমুখী অর্থনীতি সঞ্চালনায় দেশে সামগ্রিক বিকেন্দ্রীকরণ অবশ্যই করতে হবে। সবকিছু যদি ঢাকার ভেতরেই হয়, ঢাকাও মরবে, পুরো দেশটাও মরবে।

এই ভিডিওতে খুব সুন্দরভাবে ব্যাখা করা হয়েছে ব্যাপারটা-
https://youtu.be/okpg-lVWLbE

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৫১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সবই করা সম্ভব। তবে রাজনীতিবিদরা এত খারাপ হয়ে গিয়েছে যে, তাদের পরিবর্তন দরকার।

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


উদ্যোগ্তা ছিলেন ফালু, বসুন্ধরা, কর্ণেল ফারুক, সালমান; তাদেরকে সাহায্য করা হচ্ছে

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সব কিছু যদি ঢাকাতেই হয়, ঢাকাও মরবে পুরো দেশটাও মরবে।

বাস্তব কথা। সবকিছু কেন কেবল ঢাকাতেই হবে। অন্যকোন শহরে কেন নয় ? দরকার হলে ঢাকার আশে পাশে নতুন একটা উপ-শহর করা হোক।

শিক্ষাখাত বলেন আর যতখাতই বলেন দুর্নীতি বন্ধ না হলে, সুশাসন নিশ্চিত না হলে উন্নতি কেবল কাগজে-কলমেই হবে।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

আবীর চৌধুরী বলেছেন: আমাদের দেশের শিক্ষাব্যবস্থা:-

১. বুয়েটের ফর্ম তোলার মত রেজাল্ট দুজন
ছাত্রের নাই, স্কলারশিপ নিয়ে তারা
পড়তে চলে গেলো অক্সফোর্ড
বিশ্ববিদ্যালয়ে।

২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমার্সের
ছাত্রদের জন্য অর্থনীতির সিট মাত্র ৭টা,
যেখানে উর্দু ভাষার সিট ৩০টা!

৩. প্রতিবছর শিক্ষাপদ্ধতি চেঞ্জ। আগে
বড়ভাইদের কাছ থেকে পরামর্শ নেওয়া
যেত। এখন সেটাও নেওয়া যায়না।

৪. প্রশ্নপত্র ফাঁস!

৫. বাকি বিষয়গুলোতে A+ পাওয়া স্বত্তেও
একটা বিষয়ে দুই মার্কের জন্য ফেল, অত:পর
কুমিল্লায় মেধাবী ছাত্রের আত্মহত্যা।
এইভাবেই হাজারো ছাত্রছাত্রীকে হত্যা
করে এই দেশের শিক্ষাব্যবস্থা!

(collected)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.