নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন আন্তর্জাতিক সূচক, ক্রম ও তালিকায় বাংলাদেশের অবস্থান

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০০

নিচের তালিকাটি আমার ফেসবুক পেইজ "সবজান্তা"-তেও দেওয়া হয়েছে।

১। মানব উন্নয়ন সূচকে- ১৩৯
২। মানব সম্পদ সূচকে- ১১১
৩। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে- ১২৮ (শীর্ষ- হংকং)
৪। অর্থনৈতিক সক্ষমতায়- ১০৬
৫। গণতন্ত্র সূচকে- ৮৪ (শীর্ষ- নরওয়ে)
৬। শান্তি সূচকে-৮৪ (শীর্ষ- আইসল্যান্ড), সন্ত্রাস সূচকে- ২১ (শীর্ষ- ইরাক)
৭। অর্থপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ সূচকে- ৮২
৮। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে- ৪ (শীর্ষ- ইথিওপিয়া)
৯। ডুয়িং বিজনেস ২০১৮- ১৭৭ (শীর্ষ- নিউজিল্যান্ড)
১০। ২০১৬ প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে- ৮
১১। বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য ক্রমে- ৩২
১২। কমনওয়েলথের সদস্য ক্রম- ৩২
১৩। Organization of Islamic Cooperation এর সদস্য ক্রম- ৩২
১৪। সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে- ১৪৬ (শীর্ষ- নরওয়ে)
১৫। SDG সূচকে- ১২০ (শীর্ষ- সুইডেন)
১৬। সুখী দেশের তালিকায়- ১১০ (শীর্ষ- নরওয়ে)
১৭। শিশু অধিকার সূচকে- ৮৭ (শীর্ষ- পর্তুগাল)
১৮। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে- ৯৯ (শীর্ষ- সুইজারল্যান্ড)
১৯। বৈশ্বিক উদ্ভাবনী সূচকে- ১১৪ (শীর্ষ- সুইজারল্যান্ড)
২০। ফিফা র‍্যাংকিং এ- ১৯৬ (শীর্ষ- জার্মানি)
২১। বৈশ্বিক ইসলামি অর্থনৈতিক সূচকে- ১৫ (শীর্ষ- মালয়েশিয়া)
২২। বিশ্বের ৫৮টি উন্নয়নশীল ও সল্পোন্নত দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারে- ৪৬
২৩। জনসংখ্যার হিসেবে ইন্টারনেট বঞ্চিত এককে- ৫
২৪। সাবমেরিনের মালিকানায়- ৪১
২৫। স্যাটেলাইট মালিকানায়- ৫৭
২৬। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে- ২ (শীর্ষ- চীন)
২৭। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে- ৩ (শীর্ষ- চীন, ইউরোপীয় ইউনিয়ন ২য়)
২৮। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে- ৩ (শীর্ষ- চীন)
২৯। পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (IBRD)’র সদস্য ক্রম- ১১৮
৩০। আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সদস্য ক্রম- ১১১
৩১। আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC) সদস্য ক্রম- ১০৫
৩২। আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)-এর সদস্য ক্রম- ১০৯
৩৩। জাতিসংঘের সদস্য ক্রম- ১৩৬
৩৪। আসিয়ন রিজিওনাল ফোরামের সদস্য ক্রম- ২৬
৩৫। CTBT (Comprehensive Nuclear Test Ban Treaty) সাক্ষরকারী দেশ হিসেবে- ১২৯
৩৬। CICA (Conference on Interaction and Confidence Building Measures in Asia) তে অংশগ্রহণকারী দেশ হিসেবে অবস্থান- ২৫
৩৭। Asia-Europe Meeting (ASEM) তে অংশগ্রহণকারী হিসেবে অবস্থান- ৫১
৩৮। Trade Facilitation Agreement (TFA) চুক্তি সমর্থনকারী দেশ হিসেবে- ৯৪
৩৯। বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর মধ্যে শেখ হাসিনা- ৩০ (শীর্ষ- এঞ্জেলা মার্কেল)
৪০। পরিচ্ছন্ন ও সৎ সরকারপ্রধান হিসেবে বিশ্বে শেখ হাসিনা- ৩ (শীর্ষ- এঞ্জেলা মার্কেল)
৪১। সামরিক শক্তিধর দেশের তালিকায়- ৫৭ (শীর্ষ- যুক্তরাষ্ট্র)
৪২। ধান উৎপাদনে- ৪
৪৩। খাদ্যশস্য উৎপাদনে- ৪
৪৪। মাছ উৎপাদনে- ৫ (শীর্ষ- চীন); মাছ রপ্তানিতে - ৪৫
৪৫। চিংড়ি উৎপাদনে- ৪(বৈদেশিক মুদ্রা অর্জনে?)
৪৬। আলু উৎপাদনে- ৭
৪৭। সবজি উৎপাদনে- ৮
৪৮। পাট উৎপাদনে- ২ (রপ্তানিতে?)
৪৯। চা উৎপাদনে- ১০
৫০। চা রপ্তানিতে- ১৫
৫১। চা পানে- ১০ (শীর্ষ- চীন)
৫২। জনসংখ্যায় বিশ্বের সব দেশের মধ্যে- ৮
৫৩। আয়তনের দিক থেকে পৃথিবীর সব দেশের মধ্যে- ৯১ (?)
৫৪। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে- ৬
৫৫। মুসলিম বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে- ৪ (?)
৫৬। দক্ষিন এশিয়ার মধ্যে জনসংখ্যার দিক দিয়ে- ৩
৫৭। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক (২০১৮)- ৬ (শীর্ষ- হাইতি)
৫৮। প্রাকৃতিক দূর্যোগ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত দেশের তালিকায়- ৩ (শীর্ষ- ভারত)
৫৯। দূষণের কারণে মৃত্যুর হারে শীর্ষ দেশ
৬০। বৈশ্বিক লিঙ্গ বিভাজন রিপোর্টে- ৪৭
৬১। বৈশ্বিক ক্ষুধা সূচকে- ৮৮
৬২। হতাশাগ্রস্ত দেশের তালিকায়- ১৪৪
৬৩। চট্টগ্রাম বন্দর বিশ্বে- ৭১
৬৪। পাসপোর্টের মূল্যায়ন সূচকে- ৯৫
৬৫। মেগাসিটির মধ্যে ঢাকার অবস্থান- ১১ (জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিশ্বের ১নং জনবহুল শহর, জনসংখ্যার দিক থেকে বিশ্বে ১৬)
৬৬। বসবাসের যোগ্যতায় ঢাকার অবস্থান- ২১৪ (২৩১টির মধ্যে); ১৩৭ (১৪০টির মধ্যে)
৬৭। ব্যয়বহুল শহর বিবেচনায় ঢাকা- ৩৮ (দক্ষিণ এশিয়ায় ১)
৬৮। সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে ঢাকা- ২
৬৯। ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে- ১২৫
৭০। বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর তালিকায়- ৫
৭১। ধর্মীয় অসহিষ্ণুতার ক্ষেত্রে- ২০
৭২। দুর্নীতি ধারণাসূচকে- ঊর্ধ্বক্রমে ১৪৫ এবং নিম্নক্রমে ১৫

(যেসব ক্ষেত্রে সাল উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে ২০১৭ সালের তথ্য বুঝানো হয়েছে)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:


কোন বক্তব্য আছে?

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৯

আবীর চৌধুরী বলেছেন: বুঝলাম না, ভাই।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান তথ্য সন্নিবেশ করে পোষ্ট দেয়ার জন্য । প্রিয়তে গেল ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয়তে

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৬

মলাসইলমুইনা বলেছেন: ---
১০, ২৬, ২৭, ৪২,৪৩ -এ গর্বিত,
৫,৬,১৪,৬২,৬৬ -তে লজ্জ্বিত |
৭০- এ হতাশ এখনো অবস্থা এই শুনে,
৫২, ৫৭- তে বিষম আশংকা মনে !

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০০

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ আবীর চৌধুরী। সুন্দর। অনেক গুরুত্বপূর্ন তথ্যগুলো সমধিক কষ্ট করে একত্র করেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০০

আবীর চৌধুরী বলেছেন: কষ্ট সার্থক। :)

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

উচ্ছল বলেছেন: পরিচ্ছন্ন ও সৎসরকার প্রধান হিসেবে বিশ্বে ৩য়। এটা কি অথেনটিক??? সোর্স নিয়ে বিভ্রান্তি আছে দেখলাম ফেসবুকে।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০১

আবীর চৌধুরী বলেছেন: যাচাই করে দেখতে হবে।
আমিও ফেসবুকের একাধিক পোস্টে এরকম দেখেছি।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৪

আবীর চৌধুরী বলেছেন: Click This Link

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: বাহ !!! দেশ উন্নয়নের মহাসড়কে।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

গরল বলেছেন: স্পষ্টতই বোঝা যাচ্ছে যে খাদ্য (ধান, মাছ ও অন্যান্য), পাট, তৈরী পোষাক ও বৈদেশিক রেমিট্যান্স এই কয়টাতে বাংলাদেশ এগিয়ে। অথচ খুবি উদ্বেগের বিষয় হচ্ছে এই কয় শ্রেণীর পেশার লোকজনই সবচেয়ে নিগৃহীত, নিষ্পেশিত ও ভাগ্য বঞ্চিত। এটা নিশ্চই দেশের জন্য বা তাদের জন্য যারা সবচেয়ে বেশী অবদান রেখেছে ভাল সংবাদ না। খুবি হতাশা জনক যে যাদের অবদানে দেশ টিকে আছে তাদেরকে আমরা কোনমূল্যেই সম্মান, নিরাপত্তা, অর্থনৈতিক স্বাধিনতা বা স্বাস্থ শিক্ষাসহ কোন সুবিধাই দিতে পারছি না।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৫

মানিজার বলেছেন: বেশিরভাগ নেগেটিভ জিনিসে আমরা আগাই আছি ।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৪

আবীর চৌধুরী বলেছেন: Attention everyone:-

https://www.jaachai.com/posts/post-2060

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.