নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কার স্বাধীনতা, কিসের স্বাধীনতা

২৬ শে মার্চ, ২০১৮ রাত ২:৫৭

স্বাধীনতা হচ্ছে সত্য উপলব্ধি করার, সত্য স্বীকার করার, সত্য চিৎকার করে বলার স্বাধীনতা।

জাতির জনক তার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন- "পূর্ব পাকিস্তান থেকে আর একটা টাকাও পশ্চিম পাকিস্তানে পাচার হতে দেওয়া হবে না..."

আজ সেই দেশ থেকে বছরে বছরে কয়েক লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, লুট হচ্ছে। কারো কি বলার স্বাধীনতা আছে? প্রমাণ করে শাস্তি দেওয়ার স্বাধীনতা আছে?

কোন পরিসংখ্যান/অর্জন সত্যি, আর কোনটা ভুয়া, সেটা বুঝার জন্য মানুষের মগজ/বিবেকই যথেষ্ট, তদন্ত করতে হয় না।

ঢাকা এবারেও বিশ্বের ২য় শ্রেষ্ঠ দূষিত নগরীর সম্মানে অলংকৃত হয়েছে। এটার জন্য গণসংবর্ধনা হবে না? ধইন্যবাদ দেওয়া হবে না?

নতুন ৫ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় নাম, অসুখী দেশের তালিকায় ট্যালেন্টপুলে বৃত্তি, ঋণখেলাপীর ভিত্তিতে দেশের ক্রমের অন্যতম শীর্ষস্থানে, এগুলি তো বাংলাদেশেরই প্রাপ্য।

৪ জন বিশ্বনন্দিত মনীষির বাণী দিয়ে শেষ করছি।

“The duty of a patriot is to protect his country from its government.”
― Thomas Paine

“A patriot must always be ready to defend his country against his government.”
― Edward Abbey

“The greatest patriotism is to tell your country when it is behaving dishonorably, foolishly, viciously.”
― Julian Barnes

“To oppose corruption in government is the highest obligation of patriotism.”
― G. Edward Griffin

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৮ ভোর ৪:১৪

কলাবাগান১ বলেছেন: পাকিস্হানের স্বাধীনতা দিবস বোধ হয় অনেক মিস করেন তাই বাংলাদেশের স্বাধীনতা কে প্রশ্নবিদ্ধ করেন...আগে ১০ কোটি লোক না খেয়ে থাকত, এখন হয়ত ১ কোটি...এটাই আমার কাছে স্বাধীনতার সবচেয়ে বড় অবধান

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪

আবীর চৌধুরী বলেছেন: অন্য ৪ জন মন্তব্যকারী ঠিকই আমার লেখার মর্ম বুঝেছেন।
গতানুগতিক চিন্তাধারা থেকে বের হয়ে আসুন।
রাজনীতিজীবিদের মত কথাবার্তা পরিহার করুন।

আপনার মত গাধার বাচ্চাদের জন্যই শুয়োরের বাচ্চাগুলি আজ দেশ ও জাতিকে রসাতলে নিয়ে যাচ্ছে।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

আবীর চৌধুরী বলেছেন: আপনি খুব ভালো পয়েন্ট লিখেছেন।
দেশ এখন আসলেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রকৃতপক্ষে, পুরো বিশ্বেই গত কয়েক বছর ধরে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য উৎপাদন হচ্ছে।
কিন্তু, এটি উৎপাদন এর পরিসংখ্যান, ভোগের বা উপভোগ এর নয়।
বাংলাদেশেই কেউ এক বেলা খাবারে ১০০০ টাকা খরচ করছে অবলীলায়, অপচয়ও করছে; কারো পুরো মাসের খাবারের জন্য বরাদ্দকৃত অর্থ ১০০০ টাকার চেয়েও অনেক কম!
না, আমি সমাজতান্ত্রিক মূল্যবোধ এর কথা বলছি না। যেটা হওয়া উচিত, সেটাই বলছি।

একটি উল্লেখযোগ্য পয়েন্টে আসি।
ধানের পর্যাপ্ত ফলন সত্ত্বেও গত জুলাই ২০১৬ থেকে জুন ২০১৭ পর্যন্ত (১ বছরে) আনুমানিক ১১ কোটি টাকার মত চাল আমদানি করা হয়েছে।
এতেই শেষ নয়!
জুলাই ২০১৭ থেকে ফেব্রুয়ারি ২০১৮ (৬ মাসে) পর্যন্ত প্রায় কয়েক শত কোটি টাকার চাল আমদানি হয়েছে!!

দেশীয় ধানচাষীদের অর্থনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কারা?
কালোবাজারি, সিন্ডিকেট, মজুতদারি, বাজার অস্থিতিশীলকারীদের উন্মুক্ত কার্যক্রমের স্বাধীনতা দিচ্ছে কারা?

৩০ শে মার্চ, ২০১৮ ভোর ৪:১৩

আবীর চৌধুরী বলেছেন: পড়ে দেখুন।
কুয়ো থেকে বেরিয়ে আসুন।

https://m.facebook.com/story.php?story_fbid=815667225292232&id=100005468857083

২| ২৬ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


দেশ স্বাধীন করেছিলেন এই দেশের সাধারণ মানুষ, দেশ পরিচালনা দখল করেছ এই এই অমানুষরা।

৩| ২৬ শে মার্চ, ২০১৮ ভোর ৬:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ থেকে অবৈধ চ্যানেলের মাধ্যমে টাকা পাচার হবেই।
আপনি বিদেশ থেকে বৈধভাবে যতখুসি ডলার আনতে পারবেন। কিন্তু বৈধভাবে ১ ডলারও পাঠাতে পারবেন না।

আমিও বিদেশে স্থায়ী হওয়ার সময় আমার জমা টাকা ২০ হাজার ডলার ভিন্ন চ্যানেলে নিয়ে গেছি। আন্তর্জাতিক অডিটে এটা পাচার হিসাবেই গন্য হয়েছে।

দেড় কোটি বাংগালী বিদেশে থাকে। তাহলে হিসেব করে দেখেন। এগুলোকে পাচার বলে কিনা।

৪| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোন পরিসংখ্যান/অর্জন সত্যি, আর কোনটা ভুয়া, সেটা বুঝার জন্য মানুষের মগজ/বিবেকই যথেষ্ট, তদন্ত করতে হয় না।

দারুন কথা।

৫| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদাকে সাদা বলা কালকে কাল বলার লোক কমে গেছে!
দলীয় অন্ধত্ব যখন বিবেককে গ্রাস করে তখন দল আগে হাটে- বিবেক পরে!

আজকের মহান স্বাধীনতা দিবসে বিশ্ব দরবারে বাঙালীকে কলংকিত করেছে কথিত চেতনার একক দাবীদারের স্বৈরাচারী তকমায়, তাদের অন্ধ ক্ষমতার লোভের কারণে আজ মহান স্বাধীনতার চেতনা ভুলিন্ঠিত! বাক স্বাধীনতা শৃংখলিত! গণতন্ত্র মৃত।
অথচ জাতির পিতা পাকিদের সকল জুলুমের বিরুদ্ধেই কিন্তু রুখে দাড়িয়েছিলেন।
আজ নিজ ভূমে বাঙালী স্বৈরাচারিতা জুলূমের শিকার!
মহান স্বাধীনতা দিবসের চেতনায় জেগে উঠূক ভীত প্রাণ।
৭১ এর সাহসে জ্বলে উঠুক স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.