নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রি-ইলেকশন শপিং

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:২৫

৩০ মার্চ, ২০১৭

কাঁচাবাজারে গেলেন হাসমত। বাসায় বাজার করা আছে, মুরগিগুলি ডিম দেয়, পুকুরে মাছের ছড়াছড়ি, গোয়ালভরা গরু। এমনকি সামনে সবজি বাগানও আছে, তারপরেও বাজার করতে এলেন। কারণ কি?

কারণ, উনি নিজ এলাকায় আবারও মোড়ল হতে চান; পাশের গ্রামের মোড়লেরা এই হাটে দোকান সাজিয়ে বসে। ওদের থেকে কিছু কিনলে ওরা খুশি হয়ে হাসমতকে সমর্থন দিবেন।

আর, এলাকার মানুষ যাতে খাবার কেনার প্রয়োজনীয়তা বোধ করেন, সেজন্য বাড়ির ক্ষেতগুলিতে কয়েকটা ছাগল কিনে ছেড়ে দিয়ে এসেছেন। নিজের লোক লাগিয়ে রেখেছেন ছাগলগুলিকে ধরার জন্য, তাড়ানোর জন্য, মারার জন্য। আর, উনি এই সুযোগে বাজারে এসেছেন।

প্রথমে রশিদের নাতিনের ঘরের পুতিন থেকে নিলেন দুই ধরণের শাক। তারপর চাঁন মিয়ার দোকান থেকে দুইটা সবজি।
এখন, হাসমত যাচ্ছেন নরেন দা'র দিকে। দাদার ঝুড়ি থেকে আর কিছু না হোক, ধনেপাতা আর কাঁচামরিচ নিয়েই ফিরবেন!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:


এটুকুই?
উনার তো বাজারে চা দোকানে যাবার কথা! সেটা যোগ কেন!

২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:৫৪

অর্থনীতিবিদ বলেছেন: দ্বৈত চরিত্রের অধিকারী হাসমত। নির্বাচনের জন্য ভালো টেকনিক। তবে চাঁদগাজী ভাই সঠিক পয়েন্টটা তুলে ধরেছেন। চায়ের দোকানে গিয়ে দেদারসে মানুষকে চা বিস্কুট না খাওয়ালে শুধু সবজি কিনে নির্বাচনে জয়লাভ করা যাবে না।

৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৩:৩৭

হাফিজ বিন শামসী বলেছেন:
সামান্য কথার মাঝে অনেক কথা লুকিয়ে আছে।

ভালো লাগা রইল লেখায়।

৪| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: যুবকদের আকর্ষণ করার জন্য বিশেষ কিছু শর্টকার্ট টেকনিক ব্যাবহার করতে পারতেন। যুবকেরা এখন বাবা, চাচা, গুটিতে খুব অভ্যস্থ, জানেনতো।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩

আবীর চৌধুরী বলেছেন: ৩০ মার্চ ২০১৭ এর আশেপাশে কি ঘটেছিল দেশে, কিছু মনে আছে আপনার?

আমার লেখার ভিতরের লেখা আপনি ধরতেই পারেননি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.