নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জুয়ারি দুনিয়া

০৪ ঠা মে, ২০১৮ রাত ১:৫৫

(২০১৫ সালের ঘটনা)

আজ এক ঘনিষ্ঠ বন্ধু অনলাইন বেচাকেনার একটি সাইটের মধ্যস্থতায় একটি সেট কিনল। আমার জন্য বিচিত্র এক অভিজ্ঞতা, তাই শেয়ার করছি।

ফাস্ট ফুডের দোকানে বসে খেতে খেতে আমরা দুই বন্ধু বিক্রেতার জন্য অপেক্ষা করছিলাম। ছেলেটি আসলো তার বন্ধুকে নিয়ে; ইউএসটিসিতে ইইইতে পড়ে; শেষ বর্ষে।

ওয়ালটনের দামী লেটেস্ট সেট, বলতে গেলে কোনই খুঁত নেই। তারপরেও প্রায় ১১০০০ টাকার মোবাইল বিক্রি করছে প্রায় ৮০০০ টাকায়! তাই আমার ক্রেতা বন্ধুও স্বভাবসুলভভাবেই খুব যাচাই করে নিচ্ছিল। এক পর্যায়ে ছেলেটি সেট বিক্রির আসল কারণ আমাদের জানাতে বাধ্য হল!

সে বলল, আইপিএলে লস খেয়েছে! প্রথমে যদিও বুঝিনি, পরে বুঝলাম সে "জুয়া"-র কথা বলছে।
আমি তাকে বললাম, সামনে আর জুয়া না খেলতে। জুয়া অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক বিপর্যয়ের কারণ। ইঞ্জিনিয়ারিং পড়া ছেলেটি আমার কথাগুলো গায়েই নিচ্ছিল না। নিজের ওজন ভারী করতে বললাম, তোমাদের ডিপার্টমেন্টে তো আমাদের অমুক অমুক বন্ধু আছে, শিক্ষক হিসেবে, চিনো?
তারপর যেই বললাম, বাবার টাকায় কেনা জিনিস আজকে ফালতু খেলার কারণে খোয়াতে হচ্ছে-- পরক্ষণেই সে মাথা তুলে বলল, আমার বাবা নেই! আর এটি আমি বাংলাদেশ-ইংল্যান্ডের খেলায় যে ২৬০০০ টাকা জিতেছিলাম, সেখান থেকে কিনেছি।
আমি তো শুনে থ!

আমি জিজ্ঞেস করলাম, তা বাকি টাকা কই? সে বলল, ১৫০০০ হাজার টাকায় বন্ধুদের নিয়ে "পার্টি" দিয়েছিলাম! আবার আমার বিস্ময়ের পালা! ভাবলাম, এই না হলে নামীদামী রেস্টুরেন্টগুলা চলে কিভাবে, আজকাল তো হাগতে-মুততে "treat" দেওয়াই fashion!

ছেলেটি তার লেনদেন শেষ করে চলে যাওয়ার দিকে মনোযোগী। আমি আর আমার বন্ধু মিছেই সমাজের মূল্যবোধের অবক্ষয়, তরুণ সমাজের গঠনমূলক কাজের অভাব, সুস্থ বিনোদনের অভাব, পারিবারিক দায়িত্ববোধের হাহাকার, ইত্যাদি আকাশকুসুম দার্শনিক আলাপে জড়িয়ে পরছিলাম!

কি আছে এই দুনিয়ায়!?

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এবং সদ্য পাশ করা গ্রেজুয়েটদের জন্য বড় শহরগুলোতে ও আশেপাশে প্রচুর খন্ডকালীন কাজের প্রয়োজন, যাতে তারা নিজেদের ও সমাজের জন্য গঠনমুলক কিছু করতে পারে, অভিজ্ঞতাও অর্জন হয়। মনে রাখতে হবে, ডিজিটাল বাংলাদেশ যতটুকু কর্মসংস্থান দিতে পারবে, তার চেয়ে হাজারগুণ দিতে পারবে "ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ"! উৎপাদনমুখী, কৃষিবান্ধব, ভোক্তাউপযোগী শিল্পবিপ্লব এখন সময়ের দাবী!

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ রাত ২:৫০

ইব্‌রাহীম আই কে বলেছেন: জুয়া এখন সকল শ্রেণী পেশার মানুষের কাছে একটা আবশ্যকীয় খেলায় রূপ নিয়েছে। এখন থেকে এটা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা না নিলে যুবক সমাজের ধ্বংস রোধ করাটা কষ্টকর হয়ে যাবে।

২| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ অনেক পিগমীর জন্ম দিচ্ছে!

০৪ ঠা মে, ২০১৮ রাত ৩:৩৯

আবীর চৌধুরী বলেছেন: পিগমি আফ্রিকান একটি বামন উপজাতি।
এখানে পিগমি শব্দ দিয়ে রূপকার্থে কি বুঝালেন?

৩| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়াবহ অবস্থা!

এরকম জুয়ায় কত প্রানও যায়! পত্রিকায় ক লাইনের সংবাদ হিসেবে দেখি! ভুলে যাই!
কিন্তু আমাদের রাষ্ট্রীয়, সামাজিক উদৌগ কই এগুলৌ বন্ধ করার? নেইই বলতে গেলে! বরং প্রণোদনা দেয় পরোক্ষে!
সামাজিক বিষ বিষয়াবলী নিয়ে নাটক সিনেমার মাধ্যমে সচেতনতা আগে অল্প সল।প থাকলেও এখন তলানীতে!

চোখ বাঁধা ক্ষেপা ষাড়ের মতো ছুটছে সবাই- টাকার পিছে!!!!

৪| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:২৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: নির্বোধ কাকে বলে আর কি। যেভাবে পেয়েছে সেভাবেই আবার খোয়াচ্ছে। সচেতনতা প্রয়োজন।

৫| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:৩৩

করুণাধারা বলেছেন: বিবেক মূল্যবোধ এগুলোর কোনো দাম নেই এই প্রজন্মের কাছে। এটা এক অস্থির সময়, সবাই শুধু আরো চাই, আরো চাই করছে।

আপনার পোস্টটি ছোট, কিন্তু ভালো। ভালোলাগা জানালাম।

৬| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:০৩

মাআইপা বলেছেন: বর্তমান সময়োপযোগী ভাল একটি পোস্ট দিয়েছেন।
আপনার জ্ঞানের ভান্ডারে আমার জানা কিছু গচ্ছিত করার জন্য ৩টি বলছিঃ
(১) আমার দেখা ক্লাস সেভেনের স্টুডেন্ট থেকে কর্মকর্তা পর্যন্ত বাজি ধরার সাথে সম্পৃক্ত।
(২) গত বছরের ঘটনা, আমার এক বন্ধু সেলুনে গেছে চুল কাটাতে। নরসুন্দরের মন খারাপ দেখে প্রশ্ন করলো মন খারাপ কেন?
উত্তরে যা বলেছে শুনলে তো আপনে মাথা ঘুরে পড়ে যাবেন।
নরসুন্দর আমার বন্ধুকে জানালো, আইপিএল-লে (গত সিজন) তার ছেলে বাজি ধরে ১৫ লক্ষ টাকা হেরেছে। পাওনাদার টাকার জন্য চাপ দিচ্ছে, শেষ সম্বল দোকান বিক্রি করা ছাড়া কোন পথ নাই।
(৩) এই বাজিটা সমচেয়ে মজার, আপনে জানেন না অথচ ১০০ মিটার দুরত্বে দাঁড়িয়ে থাকা ২ বন্ধু বাজি ধরেছে আপনাকে নিয়ে। আবীর ভাই বাসা থেকে বের হয়ে যে সিগারেট ধরাবেন সেটা দোকান থেকে কিনে নাকি পকেটের সিগারেট।
শুভ কামনা রইল।

০৫ ই মে, ২০১৮ রাত ২:৫৭

আবীর চৌধুরী বলেছেন: আমি?
সিগারেট?
কাশি আসে, মাথা ঘুরে, গন্ধ লাগে, খাই না।
বন্ধুদের সমাবেশে অনুরোধে ঢোক গিলতাম।
২০০২-২০১০ এর কথা।

কার কথা বলছেন?

৭| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:০৬

মাআইপা বলেছেন: দুইটা বানান ভুল হয়েছে
(২) আইপিএল-এ
(৩) সবচেয়ে

৮| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৩২

প্রামানিক বলেছেন: জুয়াড়ীরা যত না লাভ করে তার চেয়ে খোয়ায় বেশি।

৯| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: ভালো মানুষ জুয়া খেলে না।

১০| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:১৬

মাহের ইসলাম বলেছেন:
আবীর ভাই সিগারেট কোনটা ধরিয়েছিলেন ?

০৫ ই মে, ২০১৮ রাত ২:৫৮

আবীর চৌধুরী বলেছেন: হা হা হা।
উপরের মন্তব্যের উত্তরে লিখেছি।

১১| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪২

সমুদ্রচারী বলেছেন: আইপিএলকে জু্য়া লিগতো এমনি এমনি বলে না ।ইন্ডিয়ায় তো অফিসিয়াল বাজি খেলা হয়।আর বাংলাদেশে এর প্রভাব ছড়িয়ে গেছে গ্রামগন্জের চা দোকান গুলো পর্যন্ত ।১০ টাকা থেকে শুরু হয় এই বাজির ।গতবছর ছুটিতে গ্রামে গিয়ে এই চিত্র দেখে বেশ অবাক হয়েছিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.