নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তলাবিহীন ঝুড়ি ভার্সন ২০২০

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪০

করোনা বাংলাদেশের লুটপাটকারীদের জন্য বসন্তের সুবাতাস বয়ে এনেছে।

ই-লার্নিং প্লাটফর্ম বানানোর নামে ডাকাতি হচ্ছে।
তেমনি, কয়দিন পরে ই-কমার্স, ই-কারেন্সির নামে কাস্টমারদের লুটবে ব্যাংকগুলা।
যদিও অনেকদিন থেকেই অনেক ব্যাংক নানারকম সার্ভিস চার্জ নিয়ে যাচ্ছে ডিজিটালাইজেশনের নামে। তারপরেও ফিজিক্যাল ব্যাংকে ফিজিক্যাল এক্টিভিটি কমেনাই; বরং বেড়েছে।

সব সমস্যার মূলে জনসংখ্যা ও বেকারত্ব।
অধিক সংখ্যক কর্মসংস্থান যোগাড় দেওয়ার জন্যই দেশে সবস্তরে স্বয়ংক্রিয় কিংবা সহজতর প্রযুক্তিগুলি চালু করা হচ্ছে না; ইচ্ছাকৃতভাবেই।
যার প্রমাণ উন্নত দেশে দেখছি। আমাদের দেশে যেখানে বড় কোন ব্যাংকের একটা ব্যস্ত ব্রাঞ্চে কর্মচারী-কর্মকর্তার সংখ্যা ৩০-৫০, সেখানে এসব দেশে সংখ্যাটা ১০ এর নিচে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান ও অন্যান্য আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলি থেকে যে পরিমাণ অর্থসাহায্যের ঘোষণা এসেছে, তা দেশের প্রয়োজনের তুলনায় কতটুকু বেশি বা কম, তার চেয়েও বেশি সময়োপযোগী দুশ্চিন্তা হল- টাকাগুলি ঠিক খাতে ঠিকভাবে ব্যবহৃত হবে কিনা। অভ্যন্তরীণ সাহায্য তহবিলের নামে ব্যাংকগুলির উপর যে চাপ আসবে, সেটা কিন্তু ঘুরে ফিরে দেশে সংখ্যাগরিষ্ঠ এবং সবদিক থেকে বঞ্চিত মধ্যবিত্তের ঘাড়ে এসেই পরবে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

বি পজিটিভ।

২| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৬

নেওয়াজ আলি বলেছেন: প্রতিদিন সরকারী চাল চোর ধরা পড়ছে। কিছুদিন পর নিজেরা কাটিকাটি করবে ভাগ নিয়

৩| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: — কয়েকটা প্রশ্ন —
১. আকিজ গ্রুপ গত মাসে হাসপাতালের কাজ শুরু করছিল। সেইটার আপডেট কী?
২. বসুন্ধরা গ্রুপের ৩,০০০ শয্যা বিশিষ্ট চিকিৎসাকেন্দ্রের কাজ কতদূর? কবে চালু হচ্ছে?
৩. ওয়ালটন ভেন্টিলেটর উৎপাদন শুরু করবে বলে ঘোষনা দিছে, সেইটা বাজারে আসবে কবে?
৪. পিপিই উৎপাদনের জন্য যে গার্মেন্টগুলা চালু হইছে তারা সাপ্লাই শুরু করবে কবে?
৫. করোনা আক্রান্ত রোগি ক্রিটিক্যাল মোমেন্টে কোথায় যাবেন?

৪| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: এরা হলেন সুদখুর মহাজন। জনসেবা তাদের শোভা পায় না।

৫| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বক্তব্য সঠিক হলেও আপনার লেখার টাইটেলটা কোনও দেশ প্রেমিক কখনও ব্যবহার করেনি। এটা বিদেশীরা ব্যাঙ্গ করার জন্য ব্যবহার করে। নিজের দেশকে গালি দেয়ার মধ্যে কোনও মহত্ত্ব নেই। জনসংখ্যা মূল সমস্যা না। আমাদের সরকারের মেধা, নীতি ও এদেশের রাজনীতি বড় সমস্যা। মেশিনের অধিক ব্যবহারের কারণে কর্ম সংস্থান কমে যাওয়া নিয়ে উন্নত বিশ্বের মানুষও চিন্তিত। প্রযুক্তির কারণে উন্নত বিশ্বের অনেক কাজ তৃতীয় বিশ্বের মানুষ করছে। ফলশ্রুতিতে উন্নত বিশ্বে কর্ম সংস্থান প্রভাবিত হচ্ছে।মেশিনের ভালো খারাপ দুইটা দিকই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.