নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

Negotiation Business

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৯

Negotiation Business আর Business Negotiation এক জিনিস না।
পরেরটা তে কোন Money does not matter.
প্রথমটাতে Money is the only that matters.

নেগোশিয়েশন বিজনেস আরো ভেঙ্গে বলি।

আমি অমুক নেতার সাথে এত বছর কাজ করেছি,
আমি অমুক নেত্রীর দুঃসময়ে পাশে ছিলাম,
আমি অমুক ভাইকে তমুক মামলায় সাজা থেকে বাঁচিয়েছি,
আমি অমুক স্যারকে বিদেশে সাপোর্ট দিয়েছি,
আমি অমুককে জেল ভাঙ্গিয়ে এনেছি,
আমি অমুককে প্রমোশন দেওয়াতে লবিইং করেছি,
আমি অমুকের ছেলেকে চাকরিতে সুপারিশ করেছি,
আমি অমুকের ব্যবসার কাস্টোমার ধরিয়ে দিয়েছি,
আমি অমুকের ফরেইন এসাইলামে সাহায্য করেছি,
আমি অমুক নেতার Election-rigging (ভোট কারচুপিতে) অগ্রণী ছিলাম,
আমি অমুকের এত কোটি টাকার টেন্ডার পাইয়ে দিয়েছি,
আমি অমুককে আমার প্রজেক্টের মাধ্যমে এত ডিস্কাউন্ট পাইয়ে দিয়েছি,
আমি অমুককে জমি দখল করতে ভূমিকা রেখেছি,
আমি অমুককে দিয়ে তমুকের ব্যবসা ধসিয়েছি,

এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে।

এগুলো সব mutually exchangable; অর্থাৎ একটার বদলে আরেকটা করা যায়। একটা ফেভারের বদলে আরেকটা ফেভার।

তবে শুধু যে দুইজন ব্যক্তি (Donor & Receiver) একটা পার্টিকুলার ডিলিং এর সাথে জড়িত থাকে, বা একটা ডিলিং যে শুধু একজন Directly involved বা Beneficiary-ই শুরু করে, তা নয়। পরোক্ষভাবে উপকৃত বা প্রভাবিত মানুষেরাও নেগোশিয়েশন বিজনেস করে থাকে। নেগোশিয়েশন বিজনেসের সহজ সমার্থক শব্দ চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, কমিশন, ব্রোকারি, পোস্টিং বিজনেস, ইত্যাদি। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সরাসরি নিজের জীবন-জীবিকার জন্য এই ব্যবসার সাথে জড়িত।

স্কুলের পাঠ্যপুস্তকে "বাংলাদেশের বেশির ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত" নামক মিথ্যা-বানোয়াট "গুজব" অপসারণ করে, সত্য এবং ব্যবহারিক তথ্যগুলো প্রকাশের অনুরোধ জানাচ্ছি। তাহলেি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ সম্ভ্রমহারা নারী, অনুমোদিত মুক্তিযোদ্ধাগণ, এবং জননেত্রী শেখ হাসিনার অনুসারীসহ সকলের বিদেহী আত্মা শান্তি পাবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সব কিছুই নিয়তের উপর নির্ভর করে। লবিং করাও মনে হয় এক ধরণের negotiation business. এটা নাকি অনেক উন্নত দেশে বৈধ। ব্রকারি, কমিশন ইত্যাদিও ভালো উদ্দেশ্যে করলে ভালো। আমাদের ধর্মেও সুপারিশের ব্যাপার আছে। তাই negotiation মানেই খারাপ না। তবে এগুলি দুই শ্রেণীর লোক করে। হয় এরা অনেক প্রভাবশালী অথবা অনেক মেধাবী।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৪

আবীর চৌধুরী বলেছেন: ঠিক

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: আমার কোনো অমুকের সাথে পরিচয় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.