![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....
ধরা যাক প্রতিপক্ষ দল ১৫০ রান করেছে, বাংলাদেশ ৮০ বলে ১০০ করেছে এবং ৫ উইকেট মুশি পর্যন্ত পড়ে গেছে, মুশফিক আউট হয়ে যাওয়ার পরে বাকি ৫ উইকেটের সবাই মিলে বাংলাদেশকে ৪০ বলে ৫০ রান করে দিবে এমন কেউ কি টিমে আছে? যদি না থাকে তাহলে আইসিসি বাংলাদেশকে কোয়ালিফাইং খেলিয়ে কি এমন অন্যায় করলো? বোলিং করতে কয়জন বোলার লাগে? ৫ জন ভালো বোলার আর ১জন/২জন মমিনুল সাব্বিরের মত বোলার। তাহলেই তো যথেষ্ঠ, এটা হলে বাংলাদেশে কয়জন ফ্রেশ ব্যাটসম্যান নেয়া যায়? মাহামুদুল্লাহ রেজাকে কিজন্য দলে রাখা? আমাদের টিমে শামসু এবং মমিনুল খুব সহজেই জায়গা পেতে পারে।
ব্যাটিং: তামিম, এনামুল, শামসুর, সাকিব, মুশফিক, মমিনুল, সাব্বির, জিয়াউর।
বোলার: সাকিব, মাশরাফি/আলআমিন, গাজী/আরাফাত সানী, জিয়াউর, মমিনুল, সাব্বির। (মাশরাফি/আলআমিন, গাজী/আরাফাত সানী এই চারজন থেকে ৩ জন: বাই ডিফল্ট ২ জন স্পিনার, কিন্তু শিশির থাকলে ২ জন সিমার)
এই ১১ জনের দলে ৮ জন ব্যাটসম্যান আছে, ৭ জন বোলার আছে। ব্যাটিংয়ে ডেপথ বাড়লো। বোলিংয়েও অপশন থাকলো। তা না করে মমিনুল শামসুর মত জেনুইন ব্যাটসম্যানকে মাঠে রোদ পোহানোর জন্য বসিয়ে রাখে। যদি অফ-ফর্মের নাসির, মাহামুদুল্লাহ আর রেজার পরিবর্তে শামসুর, মমিনুল, জিয়াউরকে দলে নেয়া যায় ব্যাটিং ডেপথ বাড়লো কিনা? আর আরাফাত সানীকে রাজ্জাকের জায়গায় এজন্য যে, দরকারের সময় রাজ্জাক প্রথম বলেই আউট হয়। ঐ পজিশনের খেলোয়াড় যদি ক্রিজের অপর প্রান্তের খেলোয়াড়কে সঙ্গ দিতে পারতো তাহলে আমরা অনেকগুলো ম্যাচ জিততে জিততে হারতাম না।
ভাইরে ভালো ব্যাটসম্যান থাকলে প্রতিপক্ষ কত রান টার্গেট দিবে? সবই তাড়া করা যায়। হল্যান্ড কালকে করে দেখিয়েছে, আমাদের সেটাই নেই। ৫ জন ব্যাটসম্যান নিয়ে মনের জোরে ব্যাটিং করা যায় না। কারণ ৩ উইকেট পড়ার সাথেই সাকিব-মুশফিকের মনে একটি কথাই কাজ করে আমরা আউট হলেই বাংলাদেশ শেষ, এটা যদি মাথায় থাকে ছক্কা মারা আসে না মনে। সাকিব মুশির পরে যদি মমিনুল, সাব্বির, জিয়াউর গাজী থাকতো তাহলে সাকিবদের মনে বল থাকতো, আয় কয়জনকে আউট করবি খেলা তো ২০ অভার।
গত কদিনের কোয়ালিফাইং রাউন্ডের খেলায় এটা প্রমানিত হয়েছে যে বাংলাদেশের এখন যে দল আছে তারচেয়ে আয়ারল্যান্ড হল্যান্ড বেটার টিম, সুতরাং আইসিসি বাংলাদেশকে কোয়ালিফাইং খেলিয়ে কি এমন অন্যায় করেছে?
২| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩০
রাঘব বোয়াল বলেছেন: সহমত
৩| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৮
কৈশর বলেছেন: ঠিকস্ !!
৪| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৫
এন ইউ এমিল বলেছেন: আইসিসি বাংলাদেশকে কোয়ালিফাইং খেলিয়ে একদম ঠিক করেছে, যেটা কোয়ালিফাইং রাউন্ড দেখে আমার অন্তত মনে হয়েছে
৫| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২০
আমিনুর রহমান বলেছেন:
খুব একটা মন্দ বলেননি আপনি। কিন্তু একটা সময় ছিলো যাদের গর্জনে ক্রিকেট কাপতো সেই ওয়েস্ট ইন্ডিজকে আমরা তাদের মাটিতে সিরিজ হারিয়ে এসেছি। তাই বলে কি তাদের ছোট করে দেখবো ! এখন দেখুন আবার একটু একটু করে চেষ্টা করছে উপরে উঠার। তাদের দল টি-২০ তে সেরা এবং ওয়ান ডে ও স্টেষ্টেও উঠে আসার চেষ্টা করছে। আমরা তো এখন বাচ্চাই ক্রিকেটের কিন্তু আমাদের যদি হঠাৎ করে ছোট করে দেখা শুরু করে তাহলে সেক্ষেত্রে মানুসিকভাবে ভেঙ্গে যেতে পারি। জিম্বাবুয়ের ক্ষেত্রেও সেই একই কথা বলব। যে জিম্বাবুয়ের কাছে আমরা প্রতিবারই। কোয়ালিফাইনে নতুন করা করবে। বাংলাদেশ আর জিম্বাবুয়েকে কেন কোনলিফাই করতে হবে !
৬| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪
রাজীব বলেছেন: @আমিনুর রহমান
ওয়েস্ট ইন্ডিজ একটা আনকোরা নতুন দল নিয়ে খেলা শুরু করেও কিন্তু বাংলাদেশ ছাড়া কোন ছোট দলের কাছে হারেনি। সহযোগী দলের কাছেতো নয়ই।
আর আমরা, যখন আমাদের ক্রিকেটের খারাপ অবস্থা ছিল তখনও ৫০ রানে ৫ উইকেট গেলে পাইলট, রফিকরা মিলে মোট রান ২০০ এর উপরে নিয়ে যেত। এখনতো দলের ভালো অবস্থা। এখন এভবে হারবে কেন?
আর ভালো খেলোয়ার বাইরে রেখে স্বজন প্রীতি করে হারলে সেটিকে কি বলবেন??
হংকং হচ্ছে সেই দেশ যার সাথে আমাদের আকরাম খান ৬ রানে ৫ উ্ইকেট নিয়েছিল। তখন বাংলাদেশের টেস্ট খেলার অভিজ্ঞতা ছিলে না। আর আজ কিনা টেস্ট স্টাটাস নিয়েও সেই হংকং এর সাথে হারে!!!
৭| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৮
দি সুফি বলেছেন: পুরোটাই হল আমাদের খেলোয়ারদের গা-ছাড়া ভাবের কারনে। তারা ধরেই নিয়েছে হংকংয়ের সাথে বলে বলে ছয় মারবে, আর বোলিং এর সময় বলে বলে উইকেট নিবে।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১৭
ঢাকাবাসী বলেছেন: আয়ারল্যান্ড হলান্ড নিঃসন্দেহে বাংলাদেশের চাইতে বেটার কমিটেড প্যাট্রিয়ট টীম। তবে ওরা নিয়মিত খেলেনা খেলার আগ্রহ নেই তাই ...।