নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভনিতা নয় আমি উচিত কথা বলি

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

আবিরে রাঙ্গানো

আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....

আবিরে রাঙ্গানো › বিস্তারিত পোস্টঃ

১৫ বছর বয়সে কোন মেয়েকে বিয়ে দিলে শাস্তি কি?

১০ ই মে, ২০১৬ রাত ১০:৫২

আমার এক আত্বীয়াকে জোর করে বিয়ে দিচ্ছে তার দুই চাচা এবং বাবা-মা। এসএসসির রেজিসট্রেশনে মেয়ের জন্ম ২০০১, বয়স ১৫ বছর, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, এখনো রিজাল্ট হয়নি। বিয়ে হবে কালকে, কিন্তু মেয়েটি একটুও রাজি না। মেয়েটি পড়াশুনা করতে চায়। আমিও চাই সে পড়াশুনা করুক।

কেউ কি বলতে পারবেন এ ব্যাপারে আইন কি? এক্ষেত্রে কি শাস্তি এবং কারা কারা এই শাস্তি পাবে? কি করলে বিবাহ আটকানো যায় বা কেউ কি সাহায্য করতে পারবেন? মেয়ের বাড়ি খুলনায়, বিয়ে হবে খুলনাতে। তার চাচা নাকি তার বয়স ১৫ বছরের জায়গায় ১৯ বছর করেছে। আদৌ করেছে নাকি করেনি জানি না। করলে কিভাবে করেছে তাও জানি না।

প্রিয় এডমিন, আমার লেখা প্রথম পাতায় আসছে না কেন, আমি কি জানতে পারি?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ রাত ১১:১০

নিয়ামুল ইসলাম বলেছেন: ইউ এন ও, স্থানীয় ওসি এবং ইউনিয়ন অথবা পৌরসভার চেয়ারম্যান, মেয়র অথবা কমিশনার বা মেম্বারদের জানান। থানায় এবং ইউ এন ও কে অবশ্যই জানান।

২| ১০ ই মে, ২০১৬ রাত ১১:১১

মোস্তফা ভাই বলেছেন: শাস্তি কি হবে তা পরে জানেন , আগে পুলিশে খবর দেন জলদি।

৩| ১১ ই মে, ২০১৬ সকাল ৮:৫৪

আরজু পনি বলেছেন:
থানায় এবং ইউএনওকে জানালে কাজ হতে পারে। বয়স বাড়িয়ে বিয়ে দেয়াটা কোন ব্যাপারই না।

৪| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:৪০

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: মেয়ের অমতে বিয়ে দেওয়া ঠিক হচ্ছে না উপরুন্তু বিয়ে সংক্রান্ত দেশের আইন অমান্য করা হচ্ছে। সবচাইতে ভালো হইতো যদি অভিভাবকদের বুঝিয়ে বিয়েটা সরকার নির্ধারিত বয়সে পৌছে করানো যেতো।

ব্যাক্তিগত মত: সরকার কর্তৃক বিয়ের বয়স কমানো উচিত।মেয়েদের বিয়ের বয়স ১৬ এবং ছেলেদের ১৮ করা যেতে পারে। আর পাশাপাশি লেখাপড়ার ব্যাপারে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। বিয়ের পরেও যেন একটা মেয়ে পড়াশোনা চালিয়ে যেতে সেই ব্যবাস্থা করার দরকার।

৫| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:৪৬

তৌফিক মাসুদ বলেছেন: এগুলা কিছু মানুষের নোংরা মনের পরিচয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.