নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভনিতা নয় আমি উচিত কথা বলি

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

আবিরে রাঙ্গানো

আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....

আবিরে রাঙ্গানো › বিস্তারিত পোস্টঃ

নতুন জ্যামিতিক ধাঁধাঁ - ৩

১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০০

এর আগে ২ টি ধাঁধাঁ দিয়েছিলাম। একজন দুইজন করে পেরেছেন। সর্বশেষ ধাঁধাঁটি দেখতে Click Here । আজকে নতুন একটি ধাঁধাঁ। চিত্রে বড় একটি বৃত্তের মাঝে ছোট তিনটি বৃত্ত আছে। মাঝখানের ছোট বৃত্তটি বাকী ছোট বৃত্তদ্বয়ের কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে। বলতে হবে সবুজ ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টি কত?

কিভাবে ক্যলকুলেট করা হয়েছে, বিস্তারিত দেখানোর জন্য উৎসাহিত করা হলো।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ রাত ১০:০৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: 4.28 sqm

৩০ শে মে, ২০১৬ রাত ১১:৩২

আবিরে রাঙ্গানো বলেছেন: ;) আমি চাইছিলাম কিভাবে করেছেন সেটি সহ দেখানোর জন্য। ;)

২| ১২ ই মে, ২০১৬ রাত ১২:২৪

অঘ্রান প্রান্তরে বলেছেন: ..................? কি হবে উত্তর!!!

৩০ শে মে, ২০১৬ রাত ১১:৩৩

আবিরে রাঙ্গানো বলেছেন: মাথা খাটাতে ইচ্ছা করে না?? X(( :P

৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫২

মুহাম্মদ তৌহিদ বলেছেন: Let,
Center of left circle in “F”
Now, area of the segment FEC = 120/360*π*2.5^2 = 6.25/3*π = area of segment ACE.
Area of parallelogram AEFC = 2.5*(2.5cos30)=3.125√3
So, green area = π*2.5^2 - 2*(2*6.25/3*π-3.125√3)
= 6.25√3 - 25/12*π ≈ 4.2803 sqm

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.