![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....
আমি কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রেখে দুজনের ফুটবল দক্ষতাকে মার্কিং করেছি, দেখুন তো আপনি হলে কোথায় কম বা বেশি দিতেন।
৩১ শে মে, ২০১৬ রাত ২:২৫
আবিরে রাঙ্গানো বলেছেন: হুম.... ধন্যবাদ।
২| ৩১ শে মে, ২০১৬ রাত ১২:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার বিশ্লেষণমূলক পরিসংখ্যানটা আমার কাছে পুরোপুরি গ্রহণযোগ্য হলো না।
1. ok
2. 5-8 (মেসি হেডে দুর্বল)
3. ok
4. 9-7 (পাসিং-এ মেসি অনেক পারফেক্ট)
5. ok
6. 10-8 (মেসির স্পিড যারা খেলা দেখে তারা জানে)
7. ok
8. ok
9. ok
10. 10-8 (মেসির ফিট থাকা নিয়ে অনেক ডাক্তার বিস্ময় প্রকাশ করেছে)
11. ok
12. ok
৩১ শে মে, ২০১৬ রাত ২:২৯
আবিরে রাঙ্গানো বলেছেন: দুইটি প্রশ্ন আপনি বোঝেননি:
6. 10-8 (মেসির স্পিড যারা খেলা দেখে তারা জানে)----- আপনি মনে হয় এই স্পিডের সাথে ড্রিবলিংয়ের স্পিড মিলিয়ে ফেলেছেন। ড্রিবলিংয়ে তো মেসিকে ১০ দিয়েছি। এখানে দৌড়ের স্পিডের কথা বুঝিয়েছি। সবাই জানে রোনাল্ডো এবং বেল অনেক গতিসম্পন্ন।
10. 10-8 (মেসির ফিট থাকা নিয়ে অনেক ডাক্তার বিস্ময় প্রকাশ করেছে) ------ এখানে আমি ফিটনেস বুঝাইনি। আমি এখানে Physical height, impeccable physique of a man, strength, and power বুঝাইছি। তাছাড়া আপনার কথা ধরলেও, মেসি তো অনেক ইনজুরিতে পড়ে, রোনালদোর চেয়ে মেসি বরং বেশি ইনজুরিতে পড়ে। নাকি অন্য কিছু বুঝাইলেন??
৩| ৩১ শে মে, ২০১৬ রাত ২:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ফিটনেসকে বোঝাইছি। তার ৯০ মিনিট খেলতে পারার সক্ষমতা নিয়ে একটা রিপোর্ট পড়েছিলাম একবার।
৩১ শে মে, ২০১৬ ভোর ৫:১৩
আবিরে রাঙ্গানো বলেছেন: ফিটনেস বুঝালেও মেসি কিভাবে রোনাল্ডোর চেয়ে বেশি ফিট হয়?? মেসি গত ২ বছরে বেশ কয়েকমাস খেলতে পারনি, নেইমার সুয়ারেজ টেনে নিয়ে গেছে বার্সাকে। ওদিকে রোনাল্ডো এতোটা ইনজুরড কখনো হয়নি, যদিও রোনাল্ডোর বয়স বেশি।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৬ রাত ১১:৪১
গেম চেঞ্জার বলেছেন: ইন্টারেস্টিং!!