![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....
আরেকটি আকাশ কি আছে,
যার কোলজুড়ে নির্মেঘ, শান্ত আর স্বচ্ছ?
আছে কি এমন রোদ,
যে নৈতিক চরিত্র ধুয়ে সাফ করে দেয়?
আছে কি এমন রাজ্য,
সবাই যেখানে উদার আর অনভিশপ্ত?
যদিও কোন অন্ধকার আসে,
মানব হৃদয় হন্যে হিংস্র কভু না হয়,
আছে কি এমন সুশীতল বাগান,
যেখানে ঘন সবুজ বন শরীর জুড়িয়ে দেয়?
হ্যাঁ আছে এমন আকাশ, আছে আলো,
আছে রাজ্য, আছে বাগান, আসবে অদূরে।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো খুব।
এগিয়ে যান শুভ কামনা থাকল।