![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের মত চলতে ভালো লাগে। ভালো লাগলে আছি আপনার সাথে। ফেসবুকে আমিঃ facebook.com/AbirShah21
গুলশানে হামলাকারীদের ছবি মোটামুটিবাবে শনাক্ত করা হয়েছে।
এরমধ্যে ১. নিব্রাস ইসলাম নর্থ সাউথ ইউনিভারসিটির ছাত্র।
২. মীর সাবিহ মুবাশ্বের স্কলার্স্টিকার ছাত্র। গত মার্চের 'এ' লেভেল পরিক্ষার আগে নিখোঁজ হয়।
৩.রোহান ইমতিয়াজ নামের ছেলেটিও স্কলার্স্টিকার সাবেক ছাত্র। বাবা-মার ছবির সাথে সনাক্ত করা হয়।
এখন মূল প্রশ্ন হলো এদের কেউ মাদরাসার ছাত্র নয়। এরা স্বনামধন্য স্কুল- কলেজের ছাত্র। এরা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আসলে, মাদরাসার ছাত্ররা জঙ্গিবাদের সাথে যুক্ত থাকেনা। ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান থাকে মাদরাসা ছাত্রদের।
অন্যদিকে ইংলিশ মিডিয়ামের স্টাইলিশ ছেলেদের ইসলাম সম্পর্কে ধারনাই থাকেনা। তারা যখন ফ্রাসট্রেশন থাকে, তখন তাদেরকে ইসলাম ধর্ম বুঝিয়ে দেয়। যুদ্ধের মাধ্যমে রাজত্ব কায়েম করাই জিহাদ। এরকম ইসলামী মনোভাব তাদেরকে নতুন জজবা দেয়। তারা মনে করে, শান্তির জীবন পেয়েছে। আর তাদেরকে প্রস্তুত করা হয় এরকম মানুষ জিম্মি করার জন্য। যে যে কোরআনের আয়াত পারে, তাদের বাচিয়ে রাখে। আর বাকিদের নৃশংসভাবে হত্যা করে।
এটা তো ইসলাম নয়। ইসলাম কখনোই যুদ্ধকে সমর্থন করেনা।
আর মাদরাসার ছাত্রদের ইসলামকে উলটো বুঝিয়ে উগলিয়ে খাওয়াতে পারবেনা। এজন্যই হামলাকারীদের মাঝে কোন মাদরাসার ছাত্র ছিলোনা।
২| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১:২২
রাফা বলেছেন: North south university producing jongee"
Rajib haidar was killed by nsu jongee.
৩| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৫৩
Abir Shahriar বলেছেন: This is the point...এর আগেও আটক হয়েছিলো NSU থেকে।
সাথে স্কলার্স্টিকা নতুনভাবে যোগ হলো
৪| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৩২
মেটাফেজ বলেছেন: স্কলাসটিকার বেশ কয়েকটা ভাল রেটিং পাওয়া পর্ন ক্লিপ আছে। এখন দেখি জঙ্গি ক্লিপও আছে। পুরাই অলরাউন্ডার স্কুল
৫| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৫
রায়হানুল এফ রাজ বলেছেন: কি যে হবে দেশটার???
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৩:৪০
Abir Shahriar বলেছেন: ঠিকই বলেছেন
৬| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭
হুজ্জাত বলেছেন: আর মাদরাসার ছাত্রদের ইসলামকে উলটো বুঝিয়ে উগলিয়ে খাওয়াতে পারবেনা। এজন্যই হামলাকারীদের মাঝে কোন
মাদরাসার ছাত্র ছিলোনা।
হ্যা এটা একদম সত্যি বললেন।
৭| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাদ্রাসা বিরোধী গ্রুপরা এখন লজ্জা পাচ্ছে...
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৩:৪১
Abir Shahriar বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার বলেছেন।
ভাগ্যিস মাদ্রাসার ছাত্র ছিলোনা.............থাকলে যে মুক্তমনারা কি কেয়ামত করত খোদা জানে।দেখি এখন তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের দাবী তুলে কিনা।
অপেক্ষায় আছি-বিবেক
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:০৪
Abir Shahriar বলেছেন: সেটার আন্দোলন হবেনা।
৯| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেটাফেজ বলেছেন: স্কলাসটিকার বেশ কয়েকটা ভাল রেটিং পাওয়া পর্ন ক্লিপ আছে। এখন দেখি জঙ্গি ক্লিপও আছে। পুরাই অলরাউন্ডার স্কুল
হা হা হা পুরররাইইইই..................শায়মাপুর স্কুল বৈলা কথা
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:০৩
Abir Shahriar বলেছেন: r8
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩১
শোভন১ বলেছেন: নর্থ-সাউথে এতো জঙ্গি আসে কেমনে বুঝলামনা। আগেও কয়েকবার এনএসইউ এর স্টুডেন্ট ধরা পড়েছে।