নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্যাঁ আপনি, আপনাকেই বলছি... যে আপনি ১ ঘণ্টা আগে পৌঁছানোর জন্য, জীবনের ঝুঁকি নিয়ে, ১০০ টাকা কমে পিনাক-৬ এর ছাদের যাত্রী হয়েছিলেন সেই আপনি লঞ্চ ডুবে যাওয়ার সময় ছাদ থেকে পানিতে লাফ দিয়ে, পানিতে ভেসে থেকে ঠিক ই আপনার প্রিয়জনদের কাছে ফিরে এসেছেন, উদ্ধার হয়েছেন

রক্তিম আবীর

রক্তিম আবীর › বিস্তারিত পোস্টঃ

১,২ টাকার নোট হয়ে যাবে ৫ টাকা

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

দেশে বাজারে প্রচলিত এক টাকা এবং দুই টাকার নোট ও কয়েন (ধাতব মুদ্রা) বাজার থেকে তুলে নেওয়া হবে। সর্বনিম্ন মুদ্রা হিসেবে পাঁচ টাকার কয়েন বা নোট চালু করা হবে। আর এটি হবে খুব শিগগিরই।

রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য দেন।

বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা। বাজারে প্রচলিত এক টাকা ও দুই টাকার মূদ্রা ও কাগুজে টাকার প্রচলন থাকবে না। প্রচলিত এই মুদ্রা বাজার থেকে উঠিয়ে নিতে প্রায় তিনশ কোটি টাকা লাগবে। এই মুদ্রা ও কাগুজে টাকা উঠিয়ে নেওয়ার পর পাঁচ টাকার নতুন নোট চালু করা হবে।

এতে কারা বেশি লাভবান হবেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকারের চেয়ে সাধারণ মানুষই বেশি লাভবান হবেন। ব্যবহার অযোগ্য টাকা নিয়ে মানুষকে আর ঘুরতে হবে না।

বাজারে এক টাকা ও দুই টাকার চকলেট আছে তা কেনার সময় কী হবে জানতে চাইলে অর্থমন্ত্রী প্রশ্ন করে বলেন, বাজারে কী এক টাকায় চকলেট পাওয়া যায়?

-

-

-

আবুল মালের কাছে ১/২ টাকার মূল্য না থাকলেও সাধারন মানুষের কাছে আছে।

তোমার ছেলে হয়তো ১০০ টাকার চকলেট খায় কিন্তু আমরা ১ টাকার মেনটস ই খাই... ছাত্ররা এখনও ৩ টাকা গাড়ি ভাড়া দেয়... এক বক্স ম্যাচ কিনে কি আপনি ৫ টাকা দিবেন...? বনশ্রী থেকে আফতাব নগর সাঁকো পার হয়ে আপনি ৫ টাকা দিবেন?



আপাত দৃষ্টিতে ১,২ টাকাকে ১,২ টাকা মনে হলেও এর সাথে হাজার টাকার সম্পর্ক বিদ্যমান...

এটা বাস্তবায়ন হলে- #৭/৮ টাকার কেক কিনতে হবে ১০ টাকায়,

#১২ টাকার বিস্কিথবে ১৫ টাকা,

#১৬/১৮ টাকার মোজো / মিরিন্ডা ২০ টাকা,

#২২/২৩ টাকার জিনিস ২৫ টাকা...

#৪২ টাকার চাল ৪৫ টাকা,

#মানুষ ভিক্ষুক কে ৫ টাকা দেয়ার আগে ২ বার ভাব্বে,

#গোল্ডলিফ হবে ১০ টাকা, ফলে বেন্সন হবে ১৫ টাকা...

#১২/১৬/২২/২৬/৩৬ টাকা কেজি কোন সবজি থাকবে না সব কিছুর দাম বেড়ে যাবে...



এই সব আজাইরা কাজ বাদ দিয়ে পারলে ভালো কিছু করেন, না হলে জনগন আপনাদের ওই চেয়ার থেকে তো নামাবেই সাথে দেশ ছাড়া করবে...

আপনি হয়তো পদ্মা সেতুর টাকা থেকে কোটি টাকা কামাইছেন...... আমাদের বাপেরা আপনার মত কোটি টাকার মালিক না...

দেশের জনগন যে কবে প্রতিবাদ করতে শিখবে আল্লাহ জানে...!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

বাড্ডা ঢাকা বলেছেন: হুম ঠিক বলেছেন..........................................সহমত

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

বিষক্ষয় বলেছেন: বুইড়া পাগল হইয়া গেসে

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

রক্তিম আবীর বলেছেন: আমাদের কে জেগে উঠতে হবে... মানুষের ভোটের তোয়াক্কা না করে যারা আজ মন্ত্রি তাদের কথা এত দাম কেন আমরা দিব? জনগনের কি কোন দাম নেই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.