| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তামিম হাশমী
পুরো নাম, এ বি এম তামিম, আমার পছন্দের রঙ সাদা এবং নীল। জানতে ও জানাতে ভালোবাসি, নীল এবং সাদার মাঝামাঝি আমি ।
টেকনাফ , ইয়াবা ও মালয়েশিয়ার বন্দর হিসেবে পরিচত। অনেক খবর পড়েছি পত্রিকায়, শুনেছি টেলিভিশনে ও লোক মূখে, অনেক অভিযান চালানো হয়েছে, মানব বিধ্বংসী ইয়াবা ও মানষ নিয়ে ব্যবসা করা জীবন নিয়ে খেলা করা এই সব সন্ত্রাসী, দালাল, অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে। ফল তেমন আসেনি। অন্য সবার মত আমিও এই বিষয়টাকে অন্যান্য হাজারটা সংবাদের মত পড়ে বা শুনে শেষ করেছি। কিন্তু অনেকে জানেনা একটি ছেলে যখন দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়া উদ্দেশ্যে যান। বা হারিয়ে যাওয়ার কিছু দিন পর যখন দালাল চক্র ফোন করে তার বাবা, মা, বা ভাইকে বলেন তোমাদের অমুক আমাদের সাথে থাইল্যান্ডে বা অমুক যায়গায়, ৩/৪/৫/ লক্ষ টাকা না দিলে তাকে জঙ্গলে ছেড়ে দিব, টাকা দিলে মালয়েশিয়ায় পৌছে দিব, তখন তার পরিবারে কি পরিমান আর্তনাদ করে। অভাবী পরিবার গুলোর আহাজারি, অসহায়ত্ব দেখে কেউ চোখে জ্বল আটকে রাখতে পারবেন না। আমি স্বচক্ষে দেখা একটি ঘটনা আগামি কাল বিজয় দিবসে আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
©somewhere in net ltd.