| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তামিম হাশমী
পুরো নাম, এ বি এম তামিম, আমার পছন্দের রঙ সাদা এবং নীল। জানতে ও জানাতে ভালোবাসি, নীল এবং সাদার মাঝামাঝি আমি ।
এদেশের বেশীরভাগ মানুষ শান্ত ও মনোরম পরিবেশ নিরাপদে দুই চারটা খেতে পারলে আর কিছু তেমন আশা করেনা। দুষ্টু লোক, কুলঙ্গার আর লোভী মানুষ সব জায়গায় আছে, অতীতেও ছিলো ভবিষ্যতেও থাকবে, এদেশের মুসলমানরা মায়ানমারের বৌদ্ধদের মত উগ্রপন্থী নয়, যারা ধর্মের নামে মানুষ হত্যা করেছে। আমেরিকান্দের মত স্বার্থপর নয় যারা নিজেদের স্বার্থের জন্য বিভিন্ন দেশের সাথে দেশের, ধর্মের সাথে ধর্মের যুদ্ধ লাগিয়েছে। আমাদের দেশে যারা উগ্রবাদ করেছে তারা তাদের শাস্তি পেয়েছে, পাচ্ছে, পাবে। নিজের বিবেক, বুদ্ধি, নৈতিকতা কখনো বিক্রি করতে চাইনা। আমরা শান্তি চাই, আগুনের আঙ্গার হওয়া মানুষের আর্তনাদ, আপনজন, আত্মীয় স্বজনের হাহাকার, বুক ফাটানো চিৎকার আর শুনতে চাইনা। আমরা শান্তি চাই, শান্তি চাই, আমার ভাই, বোন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ ও দেশের মানুষ কে শান্তিতে দেখতে চাই। চিন্তা, উদ্বেগ আর আশঙ্কা, ভয় , অনিরাপদ চলাচল থেকে মুক্তি চাই। আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।
২|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: নামাতে যদি না পারিস ভাই
তবে দয়া করে থেমে যা,
থামাতে যদি না পারিস ভাই
তবে দয়া করে নেমে যা।
আমরা যারা বোকাসোকা
ক্ষিদে পেটে চাই ভাত,
পুড়ে যাই নয় মরে যাই
তবু বের করিনা নখ দাঁত।
৩|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০
তামিম হাশমী বলেছেন: আমাদের সকলের চাওয়া পূর্ণ হবে ।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
আহলান বলেছেন: কথা সত্য ....