নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ABRAHAMETRY Mii

ABRAHAMETRY Mii

আব্রাহামিট্রি

সর্বপ্রথম আমি মুসলিম এরপরে বাকি সব পরিচয়

আব্রাহামিট্রি › বিস্তারিত পোস্টঃ

★বিচার মানি আল্লাহর, তালগাছ কিন্তু আমার!!★

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩

★বিচার মানি আল্লাহর, তালগাছ কিন্তু আমার!!★

রসুল(সঃ) এর #মাধ্যমে,

►আল্লাহ #প্রশ্ন করছেনঃ "পৃথীবি ও পৃথীবিতে যারা আছে তারা কার? যদি তোমরা (কাফেররা) জান তাহলে বল?"
◄#কাফেররা বলবেঃ "সবই আল্লাহর!!"
►আল্লাহ বলছেনঃ "তবুও কি তোমরা চিন্তা করো না?"
►আবার #প্রশ্নঃ "বল! সাত আসমান ও আরশের মালিক কে?"
◄কাফেররা বলবেঃ "আল্লাহ!"
►#আল্লাহ বলছেনঃ "তবুও কি তোমরা ভয় করবে না?"
►আবার #প্রশ্নঃ "বল! কার হাতে সব বস্তুর কতৃত্ব, যিনি রক্ষা করেন, যার কবল থেকে কাউকে রক্ষা করা যায় না?"
◄কাফেররা বলবেঃ "আল্লাহর!!"
►#আল্লাহ বলবেনঃ "তাহলে কি তোমাকে জাদু করে রেখেছে?"
►আল্লাহই জবাব দিচ্ছেনঃ "#কিছুই #না!! বরং আমি তাদের কাছে সত্য পাঠিয়েছি আর তারা তো #মিথ্যাবাদী"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

একটু #ভেবে দেখুন, আজকের #নামধারী মুসলিম সমাজ যারা নিজ মুখে বলছে, "আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব পারে, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ রিজিকদাতা, আল্লাহই মৃত্যুদেন, আল্লাহই সব কিছুর মালিক, আল্লাহই বিচারকর্তা, আল্লাহই আমাদের পালনকর্তা, আল্লাহই আমাদের হিসাবের মালিক ... ..."

♥ তাদের অধিকাংশরাই, "♦সঠিক #স্বলাত পড়ছে না, ♦#তাবিজ পড়ছে, ♦#পীর মানছে, ♦#চিল্লায় যাচ্ছে, ♦#ব্যাংকে চাকুরী করছে, ♦#মাজারে যাচ্ছে, ♦#মিলাদ পড়ছে, ♦পায়ের #টাখনুর উপরে কাপড় পড়ছে, ♦#প্রেম করছে, ♦#যাকাত দিচ্ছে না, ♦গনতন্ত্র মেনে #ভোট দিচ্ছে, ♦আল্লাহর আইন বাদ দিয়ে দেশের #ফালতু সংবিধান নিয়ে বিচার করছে, ♦#ধর্মনিরপেক্ষতা মেনে চলছে, ♦প্রানীর ছবি আকছে ... ..."

ঐ আয়াতের কাফের-মুশরিকদের সাথে বর্তমান এসবা নামধারী মুসলিম এর কোন #অমিল দেখা যাচ্ছে না। আল্লাহ আমাদের নফসের ত্রুটি দূর করে আমাদের সঠিক জ্ঞান দিয়ে হেদায়াত দান করুন আমিন

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৭

হানিফঢাকা বলেছেন: Agree to all except two things....

1. টাখনুর উপরে কাপড় পড়ছে,
2. প্রানীর ছবি আকছে

Did Allah Prohibited those two things? What Says about these two topics?

২| ০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫৫

আব্রাহামিট্রি বলেছেন: জি টাখনুর উপর কাপড় পড়া এতটাই ভয়াবহ যে সহীহ হাদিসে এসেছে যে ব্যাক্তি টাখনুর উপর কাপড় পড়বে তাকে আল্লাহ কিয়ামাতের দিন পবিত্র করবেন না, তার দিকে তাকাবেন না, তাকে জাহান্নামে ঐ টাখনু পর্যন্ত ঢুবিয়ে দেবেন। এ ব্যাপারে হাদিস গুলোঃ
[বুখারি ৩৬৬৫, ৫৭৮৩, ৫৭৮৪, ৫৭৯১, ৬০৬২, মুসলিম ২০৮৫, তিরমিযি ১৭৩০, ১৭৩১, নাসায়ি ৫৩২৭, ৫৩২৮, ৫৩৩৫, ৫৩৩৬, আবু দাউদ ৪০৮৫, ইবন মাজাহ ৩৫৬৯, আহমদ ৪৪৭৫, ৪৫৫৩, ৪৬৬৯, ৪৭৫৯, ৪৮৬৯, ৪৯৯৪, ৫০১৮, ৫০৩০, ৫০৩৫, ৫১৫১, ৫১৬৬, ৫২২৬, ৫৩০৫, ৫৩১৮, ৫৩২৮, ৫৩৫৪, ৫৪১৬, ৫৪৩৭, ৫৫১০, মুওয়াত্তা মালেক ১৬৯৬, ১৬৯৮]

প্রানীর ছবি আকার ব্যাপার আরো ভয়াবহ, এব্যাপারে রসুল (সঃ) বলেন,

(হে আয়িশা) (রা) তুমি কি জান না? যে ঘরে প্রাণীর ছবি থাকে, সেখানে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না? আর যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে তাকে কিয়ামতের দিন শাস্তি দেয়া হবে? তাকে (আল্লাহ্) বলবেন, ‘তুমি যে প্রাণীর ছবি বানিয়েছ, এখন তাকে প্রাণ দান কর।’ [সহীহ বুখারী, পঞ্চম খণ্ড, হাদিস নং ২৯৯৭ – ইফা]

জাযাকাল্লাহু খইরন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.