![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষ মানুষ হয় নির্দিষ্ট একটা গঠন আর মানবতা-বিবেক বুদ্ধির মাধ্যমে।
সেই মানুষটি একসময় তার চারপাশের প্রভাবে বিভিন্ন মত-পথ গ্রহন করে।
►কেউ গরু পূজা করে হিন্দু হয়, কেউ গরুকে ক্বুর'বানী করে #মুসলিম,
►কেউ ঈসা (আঃ) কে GOD মনে করে খৃষ্টান হয় আবার কেউ ঈসা(আঃ) কে আল্লাহর নাবী ও বান্দা মনে করে হয় #মুসলিম,
►কেউ বুদ্ধের ধ্যান করে স্রষ্টার অস্তিত্বে বিলীন হয়ে হয় বৌদ্ধ আবার কেউ ঐ ধ্যানকে কুফরী মনে করে হয় #মুসলিম।
#ইসলাম কোন ধর্ম না ...
এটা একটা পথ একটা ব্যবস্থা একটা way of Life Style
আর এই ইসলামে নামক সিস্টেমে যারা নিজেদের INCLUDE করে তাদের বলা হয় মুসলিম
এটা তাদের সম্মানজনক পদবী।
সেই মুসলিম হতে হলে কিছু জিনিষ সঠিকভাবে জানা ও সেই অনুযায়ী কাজ করা অত্যাবশ্যক এবং এর বাইরে সে নিজেকে যতই জোর গলায় মুসলিম দাবি করুক না কেন সে মিথ্যুক !!
সেই বিশ্বাসগুলোর প্রমাণ দালীল আসে একজন মহান এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তার মাধ্যমে যার নাম "আল্লাহ"। আর সেই বিশ্বাসগুলোকে আরবীতে বলে হয় "ঈমান/আক্বীদা"
©somewhere in net ltd.