নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ABRAHAMETRY Mii

ABRAHAMETRY Mii

আব্রাহামিট্রি

সর্বপ্রথম আমি মুসলিম এরপরে বাকি সব পরিচয়

আব্রাহামিট্রি › বিস্তারিত পোস্টঃ

"তবুও কি তোমরা ভেবে দেখবে না?" -- আল্লাহ তা'আলা

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৫

►"তবুও কি তোমরা ভেবে দেখবে না?" -- আল্লাহ তা'আলা◄

►আল্লাহর কথা অনুযায়ী,
যদি তিনি কল্যান দেন তাহলে সেটা আসবেই আর যদি তিনি অকল্যান দেন তাহলে সেটা অবধারিত (কেউ ঠেকাতে পারবে না)
মুর্খ মানব জাতি বলছে,
অমুক শোভাযাত্রা তমুক পূজা করলে বছরে কল্যান আসবে

►আল্লাহর কথা অনুযায়ী,
সমস্ত ক্ষমতা একমাত্র তাঁরই
মুর্খ মানব জাতি বলছে,
জনগন ক্ষমতার উৎস

►আল্লাহর কথা অনুযায়ী,
যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির, যালিম, ফাসেক।
মুর্খ মানব জাতি বলছে,
গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে... মানব রচিত সংবিধানের আইন মেনে চলতে হবে।

►রসুল (সঃ) এর কথা অনুযায়ী,
যেকোনো প্রানী মুর্তি, ছবি ভেঙ্গে মাটিতে মিশিয়ে দিতে হবে...
মুর্খ মানব জাতি,
মুর্তি, ভাস্কর্য, ছবি, তৈরি করেই চলছে ... সেগুলোকে নিয়ে আনন্দ করছে

►রসুল (সঃ) এর হাদিস অনুযায়ী,
যে মেয়ে রাস্তায় সুগন্ধি মেখে নিজেকে বের করে প্রদর্শন করে সে বেশ্যা/পতিতা
মুর্খ মানব জাতির কথা অনুযায়ী,
মেয়েরা সুন্দরভাবে সেজে বের হয়ে সবাইকে শো-আপ করবেই!! এটা তাদের অধিকার ও তাদের স্বাধীনতা।

►রসুল (সঃ) এর কথা অনুযায়ী,
বছরে অন্যসব উৎসব বাতিল করে শুধুমাত্র ২ টি দিন হালালভাবে আনন্দ করতে পারবে।
মুর্খ মানব জাতি বলছে,
থার্টি ফার্ষ্ট নাইট, হ্যাপি নিউ ইয়ার, ২১ শে ফেব্রুয়ারী, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস, বন্ধু দিবস, শবে বরাত, শবে মেরাজ, ঈদ-ই মিলাদুন্নাবী, ইষ্টার সানডে, ক্রিসমাস ডে সবই পালন করা যাবে।




এরকম অসংখ্য জিনিষ ‪#‎আল্লাহ‬ ও তাঁর ‪#‎রসুল‬ (সঃ) বলেছেন একভাবে আর কতিপয় মুর্খ মানব জাতি বলছে উল্টাভাবে।

প্রশ্ন হলঃ

কে সঠিক সৃষ্টিকর্তা (আল্লাহ) যিনি চিরঞ্জীব, সর্বশক্তিমান, মৃত্যুদাতা ও কিয়ামাতে হিসাব গ্রহনকারী?
নাকি ঐ সব দুর্বল প্রানী (মানুষ) যাদের নিজেদের মৃত্যু ঠেকানোর ক্ষমতাই নেই?
এরপরেও কি ঐ সব মানুষ যারা ইসলামের বিপক্ষে কথা বলছে তারা কি বুঝবে না!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.