![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
►মার-কা মার-আ মার-কাঃ ১ ◄
আসন্ন নির্বাচনে সেইরম সেইরম সব মার্কা (শুদ্ধ ভাষায় প্রতীক) বরাদ্দ হইয়াছে।
কারো কারো ভাষার অধিকাংশ মার্কাই ভাইটামিন যুক্ত মার্কা যেমনঃ ইলিশ, লাউ, কমলা লেবু, কেক, মুলা, মিষ্টিকুমড়া, স্ট্রবেরী ইত্যাদি ...
এদিকে মার্কাগুলো এখন বাসার রান্নাঘর হইতে (বৈয়ম, মোড়া, শিল পাটা, টিফিন ক্যারিয়ার, কাটা চামচ, ঝুড়ি, দিয়াশলাই, প্রেসার কুকার, ফ্রাইং প্যান, কেতলি) শুরু করিয়া ডাইনিং স্পেস (ফ্লাস্ক, গ্লাস, টেবিল, মগ) পরিভ্রমন করিতেছে
ইতিমধ্যে কিছু মার্কা ড্রয়িং রুম (টেবিল ঘড়ি,সোফা) থেকে ড্রেসিং রুমে (টিস্যু বক্স, স্টিল আলমারি, ড্রেসিং টেবল) পর্যন্ত চলিয়া গেছে
অপরদিকে বিশ্বস্তসুত্রে জানিতে পারিলাম কিছু কিছু মার্কার বিস্তার পৃথীবির (বাস, জাহাজ) মাটি হইতে আসমান (ঘুড়ি, হেলিকপ্টার) এমনকি মহাশুন্য(টেলিস্কোপ, ডিশ এন্টেনা) পর্যন্ত চলিয়া গিয়াছে।
এদিকে পুরুষেরা (শার্ট, ক্যাপ) যেমন মার্কা পাইয়াছে তেমনি নারী (আংটি, ভ্যানিটি ব্যাগ) সমাজও।
কোলের বাচ্চারাও (দোলনা, ঝুমঝুমি, চরকা) বাদ নাই কিন্তু ৫০+ বুইড়াদের জন্য (পানপাতা) ছাড়া স্পেশাল কোন মার্কা পাইলাম না।
দেখা গেলো কিছু মার্কা ১৯ শতকের স্পেশাল টেকনোলজি (রেডিও) ব্যবহার তেমনি একবিংশ শতাব্দীর টেকনোলজিও (ল্যাপটপ,হেডফোন, এয়ার কন্ডিশনার) ব্যবহার করিতেছে।
বাদ নেই চিড়িয়াখানা (হাতি, পিঞ্জর, চিতাবাঘ, ঘোড়া) আর পক্ষীকুলেরাও (ময়ুর, ঈগল, টিয়া পাখি)
মন খারাপের কিছুই নেই, গায়কদের(হারমোনিয়াম, ভায়োলিন, বাশি) যেমন রয়েছে তেমনি খেলোয়াড়েরাও (ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন র্যাকেট, লাটিম) পিছিয়ে নেই!!
আরো আছে মেহনতি মানুষের (করাত, ট্রাক্টর, ঠেলাগাড়ি) মার্কা ...
মনে হচ্ছে এখন শুধু সময়ের ব্যাপার!! এমন একদিন আসবে যখন মার্কার অভাবে মানুষ ASCII CODE ব্যবহার করিবে!!
©somewhere in net ltd.