![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যারা জাতির নাতিরা #খেলা আর কিছু হলেই,বাঙালি - ইন্ডিয়ান - পাকিস্তান - আমেরিকান-মঙ্গোলিয়ান-আরবিয়ান জাতি জাতি নিয়া মাতামাতি করিতেছ তাহাদের অনুর্বর গোবর মস্তিষ্কের জন্য,
আমাদের #রসুল (সঃ) এর পক্ষ থেকে কিছু #উপদেশঃ (বিদ্রঃ প্রথমটি 18+)
১. যদি তুমি শুনতে পাও কেউ জাহেলিয়া যুগের (আসাবিয়াহ বা #জাতীয়তাবাদ) ডাক দিচ্ছে,তাকে বলো সে যেন তার পিতার জননেন্দ্রীয় (penis) কামড়ায়
[মুসনাদে আহমাদ হাদিস নং ২১২৩৩]
২. (#জাতীয়তাবাদ-বর্নবাদ-#জাতি নিয়ে লাফালাফি) আসাবিয়াহ এগুলো ত্যাগ কর, এগুলো তো পঁচে গেছে
[বুখারীঃ অধ্যায়ঃ ৬৫-৪৯৫৬, তাওহীদ প্রকাশনীঃ ৪৯০৫ ]
৩. সে আমাদের উম্মাত এর মধ্যে নয় যে #আসাবিয়াহ’র (#জাতীয়তাবাদ-বর্নবাদ-জাতি) দিকে ডাক দেয়, (ন্যাশনালিজম বা জাতিয়তাবাদ) বা আসাবিয়াহর কারণে লড়াই করে কিংবা আসাবিয়াহর কারণে মৃত্যুবরণ করে
[আবু দাউদে]
.
► সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ
উল্লেখিত ৩টি তথ্য কোনটিই আমার নিজের নয়। প্রত্যকেটি আল্লাহ রসুল (সঃ) থেকে নেয়া। সুতরাং যে নিজেকে মুসলিম বলে দাবি করে সে যেন এসব মেনে জাহেলিয়াত থেকে মৃত্যুর পুর্বে সরে আসে। আল্লাহ তাদের তাওফীক্ব দান করুন আমীণ।
©somewhere in net ltd.