![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
►গনতন্ত্রঃ The Age of Parody◄
একটা এলাকায় ১০০ জন মানুষ আছে, হঠাৎ সেখানে খাবারের অভাব দেখা দিল এখন সমাধান কি?
◘ ৮০ জন মানুষ বলল "অন্য এলাকা থেকে খাবার চুরি-ডাকাতি করে আনার কথা"
◘ ১৫ জন মানুষ বলল "অল্প হলেও কষ্ট করে চাষাবাদ করে খাওয়ার কথা"
◘ ৫ জন মানুষ এই দুই পক্ষের মাঝে নিরপেক্ষ
এবার কোনটা সমাধান হবে তার জন্য ২টা সিস্টেম চালু হলঃ
১. গনতন্ত্রঃ যেখানে সুত্র অনুযায়ী অধিকাংশ জনগনের মতের উপর ভালো/খারাপ শাসন চালু হয়।
[একটু ভেবে দেখুন, যে মানূষ নিজেই জানে না তার মৃত্যু কবে হবে তার নিজের জন্য ভালো কি, সেই জনগন কিভাবে অন্যের ভালোর জন্য শাসন নিজে নিজে তৈরি করতে পারে?!!! How Funny is That]
২. সৃষ্টিকর্তার_বিধানঃ যেখানে সরাসরি হালাল কাজের মাধ্যমে খাওয়ার কথা বলা আছে যদিও সেটা অল্প হোক।
[এবার ভেবে দেখুন, যিনি আপনাকে তৈরি করেছেন এবং আপনার মৃত্যু দিবেন তিনি কি জানেন না আপনার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ?!!]
চলবে ... ... ...
২| ০৩ রা মে, ২০১৫ সকাল ৮:৫২
আব্রাহামিট্রি বলেছেন: জী না ভাই নাবী (সঃ) ঠিকই এসে সব দেখিয়ে গেছেন এখন শুধু দরকার ঐ দেখানো পথে চলা
৩| ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:১২
আল-শাহ্রিয়ার বলেছেন: অধিকাংশ মানুষই বিপথগামী কেননা বেশির ভাগ লোকই দোজখে যাবে।
০৩ রা মে, ২০১৫ রাত ৮:৫৩
আব্রাহামিট্রি বলেছেন: ভাই দু'আ করবেন যেন আমরা এদের অন্তর্ভুক্ত না হই
৪| ০৩ রা মে, ২০১৫ দুপুর ২:৪৭
মোঃ আবুল হোসেন (হাবিব) বলেছেন: এই "চাঁদগাজী" তোমার সমস্যাটা কি?
তুমি যে কোন পোষ্টে মন্তব্য করলে তাতে হয় ইসলামকে খোচাঁ দিয়ে কথা বলবে, কোথাও একচেটিয়া ভাবে কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলবে। সব সময় একটা একপেশে মনোভাব।
কেনরে ভাই....তোমার নবীর দরকার মনে হলো কেন?
মুনি, ঋষি, সন্যাসি, লামা, যাযক, অবতার.....এরা কি দোষ করেছে।
সব সময় একটা কেয়ারলেস ভাব, একটা দাম্ভিক আচরণ.... কেন?
এই ব্লগ প্লাটফর্মে সব ধর্মের, সব রাজনৈতিক মতবাদের লোক আছে। তুমি যে ধর্মের বা মতেরই হও না কেন, নিজের মতামত তুমি দিতে পার, কিন্তু অবশ্যই সব সময় কোন বিশেষ পক্ষকে খোচানের মানসিকতা নিয়ে না। আমি তোমার বিভিন্ন পোষ্টে মন্তব্য দেখেছি, অনেক দিন দেখে দেখে আজ তোমাকে বলতে ইচ্চে হল তাই লিখলাম। তোমার বিভিন্ন মন্তব্যে যে আচরন দেখেছি তাতে আমার কথায় তোমার পরিবর্তন হবে কিনা জানিনা। তবু বললাম....
০৩ রা মে, ২০১৫ রাত ৮:৫৪
আব্রাহামিট্রি বলেছেন: জাযাকাল্লাহু খইরন আপনার উত্তররের জন্য
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৫ সকাল ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
"৮০ জন মানুষ বলল "অন্য এলাকা থেকে খাবার চুরি-ডাকাতি করে আনার কথা" "
এত মানুষ বিপথে গেলে, নতুন নবীর দরকার!