![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রসুল (সঃ) তার জীবদ্দশায় এই প্রজাতি দেখতে পারেননি কিন্তু বলে গেছেন
আর আমরা প্রত্যেক দিনই দেখতে দেখতে ডাইল ভাত হয়া গেছে!!
tongue emoticon
হাদিসটিঃ
"দুই শ্রেণীর লোক জাহান্নামী হবে, যাদের আমি আমার যুগে দেখতে পাব না। এক শ্রেণীর লোক, তারা এমন এক সম্প্রদায়, তাদের সাথে থাকবে গরুর লেজের মত এক ধরনের লাঠি যদ্বারা তারা মানুষকে পিটাবে। অপর শ্রেণী হল, কাপড় পরিহিতা নারী, অথচ নগ্ন, তারা পুরুষদেরকে আকৃষ্টকারী ও নিজেরা তাদের প্রতি আকৃষ্ট। তাদের #মাথা (رُءُوسُهُنَّ) হবে উটের চোটের মত বাঁকা। তারা জান্নাতে প্রবেশ করবে না। এমনকি জান্নাতের সু-ঘ্রাণও তারা পাবে না। অথচ জান্নাতের সু-ঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে"
আরবীতে رُءُوسُهُنَّ (মাথা) স্পেসিফিক চুলের জন্য ধরা হয় না এটা মাথার উপর যেকোন স্টাইলের হিসেবে বলা হতে পারে ...
আমার এক ভাইয়ের মন্তব্য হলঃ
"এই শতাব্দীতে তরুন মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মডার্ন হিজাবিদের ফিতনা থেকে বেচে থাকা"
২| ১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৩৭
কলমের কালি শেষ বলেছেন: হাদিসটা শেয়ারে ধন্যবাদ । তবে রেফারেন্স দেওয়াটা জরুরী ।
১৮ ই মে, ২০১৫ রাত ৯:২৬
আব্রাহামিট্রি বলেছেন: ভুলে গেছিলাম দালীল দিতে
সহীহ মুসলিমঃ ২১২৮ নং হাদিস (পোশাক অধ্যায়)
৩| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১:০৩
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: এইস সমস্ত ভুলভাল রেফারেন্স ওলা হাদিস কথা থেকে পান ? হাদিসটি অন্য কোথাও দেখেছিলাম। হাদিসের সারমর্ম আপনি বুঝতে পারেন নি। বরঞ্চ , নিজ থেকে অসার কথা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। হিজাব ছাড়াও কি কোনো নারীকে অন্য পোশাকে উলঙ্গ দেখায় না ? হিজাব ইসলাম সম্মত আটো শাট না হয়ে একটু মডার্ন করলে , সেখানে দোষের কিছু নেই। আপনার রেফারেন্স দেওয়া 'সহিহ মুসলিম : ২১২৮' নম্বর হাদিসে এই হাদিসটি পেলাম না। এই পিক গুলো তে ২১২৮ নম্বর আসল এবং সহিহ হাদিস টি দেয়া হলো।
১. http://imgur.com/CF0RVWI
২. http://imgur.com/11U026a
৩. http://imgur.com/dS9Ywjg
৪. http://imgur.com/HFEGN6d
৫. http://imgur.com/uu1Xzo3
দয়া করে , ফেইসবুক অথবা কোনো সোশ্যাল সাইট এর থেকে কোনো কিছু ব্লগে পোস্ট করবেন না। ওসব সাইটে বরাবরই লাইক প্রত্যাশী মুর্খ অ্যাডমিন দ্বারা চালিত পেজ গুলো এসব পোস্ট করে থাকে।
১৮ ই মে, ২০১৫ রাত ৯:২৯
আব্রাহামিট্রি বলেছেন: ভাইয়া
আমি একটা কথাও মিথ্যা বলিনি
এগুলো আলেমদের ব্যাখ্যা থেকে সংক্ষেপে নেয়া এবং হাদিসটা ২১২৮ এই আছে
দেখুনঃ
http://sunnah.com/muslim/37/190
আর আপনি যে বই দেখেছেন সেটার রেফারেন্স নং একটু অগোছালো ইন্টারন্যাশনাল বইয়ের রেফারেন্স দেখলে এই ভুলটা আপনার হত না
ভালো করে চেক করুন
৪| ১৯ শে মে, ২০১৫ রাত ১:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৫| ১৯ শে মে, ২০১৫ রাত ১:১৮
কালের সময় বলেছেন: ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ সকাল ৯:১২
মাসূদ রানা বলেছেন: "এই শতাব্দীতে তরুন মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মডার্ন হিজাবিদের ফিতনা থেকে বেচে থাকা"

ভাইয়ের মন্তব্যটার সাথে একমত
হাদিসটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই ।