![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
►গনতন্ত্রঃ Rise of the Planet Monkeys ◄
পঞ্চম পর্বের পর ...
ইতিহাস থেকে দেখা যায়, #গনতন্ত্রের সংবিধান ধুইতে ধুইতে আর ধর্ষন করতে করতে কিছুই রাখা হয় নাই।
►৫০ এর দিকে পশ্চিমাদের "বিয়ে ছাড়া SEX" করার দাবি ছিল।
[ফলঃ সংবিধান সংশোধন করে FREE SEX চালু]
►৬০ সালের দিকে গনতন্ত্রে "সবাই সমান" নীতির চোটে মানুষেরা এক জোট হয়ে শুরু করে "নাগরিক অধিকার"
[ফলঃ সংবিধান সংশোধন করে আমেরিকায় কালো-সাদা সবাই সমান হয়ে গেল]
►আবার, এর পরপরই শুরু হল "নারী অধিকার"
[ফলঃ আবার সংবিধান সংশোধন এবং নারীদের কোটা চালু]
►আবার শুরু হল "সমকামী অধিকার"।
[ফলঃ প্রথমে আমেরিকা মানে নাই ...]
[সোজা অঙ্গুলীতে ঘি না উঠিলে অঙ্গুলী বাঁকা করিতে হয়] "সমকামী অধিকার strikes BACK" ... কারন আইনে আগেই "FREE SEX" বৈধ করা ছিল।
[ফলঃ আবারো সংবিধান সংশোধন এবং সমকামীদের কোটা শুরু]
► আবার শুরু হল "নিজের মা-বাবা-সন্তান-ভাই-বোনদের সাথে FREE SEX" করার দাবি ... কারন আইনে আগেই "FREE SEX" বৈধ ছিল।
[ফলঃ সুইডেনের সংবিধান সংশোধন]
ইহাকেই বলে স্মরণ কালের শ্রেষ্ঠ ধোলাই।
চলবে ... ...
২০ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৯
আব্রাহামিট্রি বলেছেন: আমাদের যে অবস্থা তাতে এরকম হতে দেরী নাই . শুধু মাথামোটা কয়েকটা বুদ্ধিজীবি ই যথেষ্ট
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৫ দুপুর ১২:৫২
এলা বলেছেন: বাংলাদেশে এমন সংবিধান কবে হবে দেখার অপেক্ষায় আছি।